বলিউড স্টার কার্তিক আরিয়ানের বাড়ির সামনে ধর্না,দিলেন বিয়ের প্রস্তাব!

frame বলিউড স্টার কার্তিক আরিয়ানের বাড়ির সামনে ধর্না,দিলেন বিয়ের প্রস্তাব!

Paramanik Akash
বলিউড অভিনেতা কার্তিক আরিয়ান এর বাড়ির সামনে ধর্না। টানা ১৫ দিন ধরে ধর্নায় বসে অবশেষে ড্রিম বয় এর দেখা পেলেন এই মেয়ে, সঙ্গে সঙ্গেই বিয়ে র প্রস্তাব।সাম্প্রতি বলিউডে র অত্যন্ত জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান। একের পর এক মুভি হিট করে চলেছেন । অভিনয়ের সাথে সাথে  তার  কিউটনেসে ও মন্ত্রমুগ্ধ দর্শকরা। সে শুধু সাধারণ দর্শক দের নয় সারা আলি খানের মতো হিরোইনদের ও ড্রিম বয়।
কিন্তু সব কিছু কে উপেক্ষা করে শুধু মাত্র তার দেখা পাওয়া র জন্য টানা ১৫ দিন ধরে ধর্নায় বসলেন এই মেয়ে। মুম্বাইয়ের বাসিন্দা বয়স ২০ হবে খুব বেশি হলে। কার্তিক এর সঙ্গে দেখা করবেন বলে প্রতিদিন তার বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতেন রাত হলে আবার নিজের বাড়ি চলে যেতেন।১৫ দিন পর সিকিউরিটির বেড়াজাল পেড়িয়ে অবশেষে কার্তিক এর দেখা পান তিনি। তার পর কার্তিক তাকে তার বাড়িতে বসিয়ে কথা বলেন। তারপর ফেরার সময় হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দিলেন কার্তিককে। কার্তিক বাধ্য হন তার ফ্যানের মন ভাঙাতে। অবশেষে হাসি মুখে সেলফি তুলে বাড়ি পাঠান তিনি।


Find Out More:

Related Articles:

Unable to Load More