পুনেতে অনুষ্ঠিত মিসেস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নারীর তকমা সেরা ডিভাইন ক্রাউন জিতেছেন কলকাতার মেয়ে শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী।

frame পুনেতে অনুষ্ঠিত মিসেস ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নারীর তকমা সেরা ডিভাইন ক্রাউন জিতেছেন কলকাতার মেয়ে শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী।

Paramanik Akash
কথায় আছে যিনি রাঁধেন সে চুল ও বাঁধে,সেই পথে এগিয়ে নিয়ে ক্রমশঃ সাফল্যের পথে এগিয়ে চলেছে কলকাতার মেয়ে শ্রীমতী দেবশ্রী চক্রবর্তী।সম্প্রতি পুনেতে অনুষ্ঠিত মিসেস  ইন্ডিয়া সুন্দরী প্রতিযোগিতায় শ্রেষ্ঠ নারীর তকমা সেরা ডিভাইন ক্রাউন জিতেছেন সবাইকে পেছনে ফেলে।কলকাতা থেকে তিনি একাই প্রতিনিধিত্ব করেন।
তিনি সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত থেকে একথা জানান।আরও বলেন তিনি আগামীদিনে নারীদের ফ্যাশন ও মডেলিং এ গ্রূমিং করাতে এক ইনস্টিটিউট খুলতে চান।যেখানে মেয়েদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের মানুষরা ও শিখতে পারবেন।এই উদ্যোগ তিনি ও তার পতিদেব দুজন মিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলতে ইচ্ছে প্রকাশ করেন।যা সত্যি সাধুবাদ প্রাপ্য। পুনের মিসেস ইন্ডিয়া ডিভাইন ক্রাউন পেলেন কলকাতার দেবশ্রী চক্রবর্তী 


Find Out More:

Related Articles:

Unable to Load More