সোমবার সাত সকালে ১৩০ কোটি দেশবাসীকে গর্বের সুযোগ করে দিয়েছে চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী হরনাজ সান্ধু। মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের ২১ বছরের মুকুট খরা কাটল এই সুন্দরীর হাত ধরেই। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন হরনাজ। ২১ বছর বয়সী হরনাজের জন্ম পাঞ্জাবী পরিবারে। চন্ডীগড়ের মেয়ে পেশায় মডেল, ফিটনেস লাভার ও যোগ ব্যায়ামে পারদর্শী। ইতিমধ্যেই দুটি পাঞ্জাবী ছবিতে অভিনয় করেছেন তিনি, যা মুক্তি পেতে চলেছে ২০২২ সালে। টিনেজ থেকেই মডেলিংয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন হরনাজ। ২০১৭ সালে মিস চন্ডীগড় হয়েছিলেন হরনাজ সান্ধু। এরপর ২০১৮ সালে ফের এমার্জিং স্টার শিরোপা পেয়েছিলেন তিনি। ২০১৯ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় সেরা বারো প্রতিযোগীর মধ্যে ছিলেন হরনাজ, কিন্তু সে বছর সেরার শিরোপা পেতে ব্যর্থ হন তিনি।
এরপর ২০২১ সালে ফের মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন তিনি। এই বছর সেপ্টেম্বরে মিস ডিভা ইউনিভার্স ইন্ডিয়া খেতাব পান হরনাজ। এরপর মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের প্রতিনিধিত্ব করেন তিনি। লারা দত্তের পর ফের একবার মিস ইউনিভার্স মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করলেন হরনাজ। ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগিকে পিছনে ফেলে দেন হারনাজ। পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় ছক ভাঙার অনুপ্রেরণা হারনাজ পেয়েছেন মায়ের কাছ থেকে। পেশায় তাঁর মা এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মা-ই তাঁর সব শক্তির উত্সস্থল জানিয়েছেন হারনাজ। খালি সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, যোগ ব্যায়াম করা, নাচের অনুশীলন কিংবা ঘোড়া ছোটাতে ভালোবাসেন হারনাজ। দাবা খেলাতেও পারদর্শী সে। জলের সঙ্গে ভারী বন্ধুত্ব হারনাজের। সময় পেলেই সুইমিং পুলে গা ভিজিয়ে নেন তিনি। নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন।