অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কে সাথে নিয়ে ভিভো কোম্পানী তাঁদের পুজোর কালেকশনের অফারের কথা ঘোষণা করেন।

frame অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কে সাথে নিয়ে ভিভো কোম্পানী তাঁদের পুজোর কালেকশনের অফারের কথা ঘোষণা করেন।

Paramanik Akash
গিফট পেতে কার বা না ভালো লাগে।তাই বাঙালীর শ্রেষ্ঠ দূর্গা পুজোকে কেন্দ্র করে এখন বাংলা জুড়ে সাজো সাজো রব।পুজো র বাজার এখন শুরু হয়ে গেছে,মায়ের আগমন আর অল্প সময়ের অপেক্ষায়।প্রতিটি পণ্য কোম্পানী গুলি তাঁদের ব্রান্ডকে ক্রেতাদের কাছে পৌঁছাতে পুজোর মরসুমে নানা ধরনের অফার ঘোষণা করেন, তার মধ্যে উল্লেখযোগ্য"ভিভো মোবাইল ফোন।শনিবার দঃ কলকাতার এক শপিং মলে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী কে সাথে নিয়ে  ভিভো কোম্পানী তাঁদের পুজোর কালেকশনের অফারের কথা ঘোষণা করেন। প্রাক পুজো কেনাকাটার অফার চলবে ১৫ই সেপ্টেম্বর থেকে ৫ই অক্টোবর পর্যন্ত্য। ভিভো মোবাইলে কেনাকাটার উপর ক্রেতারা লাকি ই স্ক্র্যাচ ও উইন কনটেস্ট এর দ্বারা প্রতিদিন একজন ভাগ্যশালী ক্রেতা ল্যাপটপ জিততে পারবেন সাথে অন্যান্য ক্রেতারা লটারীর মাধ্যমে আকর্ষণীয় উপহার জিততে পারবেন।ভিভো ফ্যান্স দের জন্য এই  সুযোগ পশ্চিম বঙ্গ সহ আন্দামান এ প্রযোজ্য।অভিনেত্রী তনুশ্রী জানান  উৎসবের আমেজ এখন সর্বত্রে। এই অফার প্রতিটি মানুষ কে আনন্দ দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই।


Find Out More:

Related Articles:

Unable to Load More