আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি , সোস্যাল মিডিয়ায় পেঁয়াজ বয়কটের ডাক

Akash Paramanik
আপেলের চেয়ে পেঁয়াজের দাম বেশি । গত কয়েক মাস ধরে চলছে এই প্রবণতা । পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে মানুষের মনে সান্ত্বনা ছিল । দাম একদিন কমবে । কিন্ত হঠাৎ শাক-সবজির দাম হয়েছে আকাশ ছোঁয়া । বাজারে দাঁড়ানো যাচ্ছে না । ফুলকপির দাম শুনলে মধ্যবিত্ত চমক উঠছে । আর আলুর দাম তো এই সময় ১০/১২ টাকা কিলো থাকে । এখন তা বেড়ে হয়েছে ২২ থেকে ২৬ টাকা । অথচ পাইকারী বাজারে আলু –পেঁয়াজের দাম সেই অর্থে খুব একটা বাড়েনি ।
আর পেঁয়াজের দাম যে হারে বেড়েছে তা তো কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না । এদিকে সোস্যাল মিডিয়ায় এক দল মানুষ পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ফড়েদের দায়ী করে পেঁয়াজ ছাড়া রান্না করার কথা বলেছে । পেঁয়াজ বয়কটের ডাক দেওয়া হয়েছে । 
এদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলু-পেঁয়াজ সবজির দাম বৃদ্ধি নিয়ে কালোবাজারীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন । এক সপ্তাহের মধ্যে দাম নিয়ন্ত্রণে আনার কথা বলা হয়েছে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মত আজ থেকেই পুলিশ ও ইবি কলকাতার বিভিন্ন বাজারে গিয়ে জিনিসপত্রের দাম খতিয়ে দেখে।


Find Out More:

Related Articles: