ধর্ষণের অভিযোগ দায়ের হতেই গুজরাটের স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ দেশ ছেড়ে পালালেন!

frame ধর্ষণের অভিযোগ দায়ের হতেই গুজরাটের স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দ দেশ ছেড়ে পালালেন!

Akash Paramanik

তার বিরুদ্ধে মামলা দায়ের হতেই দেশ ছেড়ে পালালেন। গুজরাট পুলিশের তরফে এমনটাই জানানো হয়েছে। তবে তার দুই শাগরেদ কে পুলিশ আটক করছে। পুলিশ জানিয়েছে শিশুদের অপরহণ করে নিজের আশ্রম যোগিনী সর্বজ্ঞপীঠমে আটকে রাখার অভিযোগ দায়ের হয়েছে স্বঘোষিত ধর্মগুরু নিত্যানন্দের বিরুদ্ধে।

  ইতিমধ্যে নিত্যানন্দের বিরুদ্ধে ফৌজদারি ধারায় মামলা রুজু করেছে গুজরাত পুলিশ। তাঁর বিরুদ্ধে তথ্যপ্রমাণ জোগাড় করতে নিত্যানন্দর ২ অনুচারীকে গ্রেফতার করেছে পুলিস। তাঁর বিরুদ্ধে শিশুদের দিয়ে জোর করে অনুদান আদায়ের অভিযোগও রয়েছে। আমদাবাদ (গ্রামীণ)-এর এসপি এসবি আনসারি বলেন। নিত্যানন্দ আগেই দেশ ছেড়ে পালিয়েছেন। কর্ণাটকে তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হতে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। তাই এখানে ওকে খোঁজা মানে শুধু শুধু সময় নষ্ট।
 প্রাণ প্রিয়ানন্দ ও প্রিয়তত্ব সিদ্ধি করিণ নামে ২ মহিলার বিরুদ্ধে অন্তত ৪টি শিশুকে অপহরণ করে ফ্ল্যাটে আটকে রাখার অভিযোগ রয়েছে। গুজরাত পুলিশ জানিয়েছেন, নিত্যানন্দ দেশে ফিরলে তাকে গ্রেফতার করা হবে।

Find Out More:

Related Articles:

Unable to Load More