চা শিল্পকে বাঁচাতে বাজারে নতুন কীটনাশক আনল গোদরেজ এগ্রোভেট লিমিটেড

frame চা শিল্পকে বাঁচাতে বাজারে নতুন কীটনাশক আনল গোদরেজ এগ্রোভেট লিমিটেড

Akash Paramanik

চা শিল্পকে বাঁচাতে বাজারে নতুন কীটনাশক আনল ‘গোদরেজ এগ্রোভেট লিমিটেড’।
এই মুহুর্তে বিশ্বের মোট ব্যবহার্য চা-পাতার ২৩ শতাংশ যোগান দিয়ে আসছে ভারত।
সম্প্রতি কিছু সমীক্ষায় উঠে এসেছে ‘স্পাইডার মাইট’-এর আক্রমণে চা উৎপাদক ব্যক্তি ও সংস্থারা ভয়ঙ্কর রকম দিশাহারা। তাঁরা বুঝে উঠতে পারছিলেন না এই উৎপাত কতদিন তাঁদের সহ্য করতে হবে।
দেশের চা উৎপাদকদের চিন্তা দূর করে জাপানের ‘নিশান কেমিক্যাল কর্পোরেশন’-এর সঙ্গে চুক্তি করে ভারতের বুক থেকে ‘স্পাইডার মাইট’-এর নির্মূলকরণের লক্ষ্যে ‘হানাবি’ কীটনাশক আনল ‘গোদরেজ এগ্রোভেট লিমিটেড’।
আজ কোলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে কীটনাশক ‘হানাবি’-র লোকার্পণ করেন ‘গোদরেজ এগ্রোভেট লিমিটেড’-এর ব্যাবস্থাপক নির্দেশক বলরাম যাদব ও ‘ক্রপ প্রোটেকশন বিজনেস’-এর মুখ্য কার্যনির্বাহী আধিকারিক রাকেশ ডোগরা।

Find Out More:

tea

Related Articles:

Unable to Load More