কাল থেকে পরপর দু'দিন ব্যাঙ্ক ধর্মঘট,সমস্যায় সম্মুখীন হতে পারে ATM ব্যবস্থা!

Akash Paramanik

শনিবার ‌অর্থাৎ ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তারই আগের দিন থেকে পরপর দুই দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী-অফিসারদের ইউনিয়ন।

 আজ IBA এর কর্মী-অফিসারদের ইউনিয়নের বৈঠকে কোনও সমাধানসূত্র বের করতে পারল না দু'পক্ষই। যার জেরে ৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) দেশজুড়ে দু'দিনের ধর্মঘটের সিদ্ধান্ত অনড় থাকল ব্যাংক কর্মী-অফিসারদের ইউনিয়ন।  মুম্বইয়ের বৈঠক শেষে AIBEA-র সভাপতি রাজেন নাগর বলেন, 'IBA-এর ব্যবহারের কারণেই কোনও ইতিবাচক সমাধান মেলেনি। ধর্মঘট থাকছেই।'

মোট ন'টি ইউনিয়নের ধর্মঘটের জেরে আগামী দু'দিন ব্যাংকিং পরিষেবা ব্যাহত হবে বলেই আশঙ্কা। পরিষেবা ব্যাহত হওয়ার বিষয়ে আশঙ্কা মেনে নিয়েছে দেশের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI)। এর জেরে কলকাতা-সহ বহু শহরেই ATM পরিষেবায় গ্রাহক ভোগান্তি হতে পারে।

Find Out More:

Related Articles: