দেশের অর্থনীতির চাঙ্গা হতে চলেছে, অর্থনীতিতে বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ ভারত: রিপোর্ট

Akash Paramanik

সম্প্রতি দেশের বাজেট পেশ করেছে কেন্দ্রীয় সরকার। বাজেট পেশের পরেই বিরোধীদের কটাক্ষের রোশে পড়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এক কথায় নানাবিধ সমস্যায় জর্জরিত ভারতের অর্থনীতি। রোজই প্রায় নিয়ম করে দেশের আর্থিক অগ্রগতির পূর্বাভাস কমিয়ে চলেছে দেশ-বিদেশের একাধিক সংস্থা।

দেশের এই অবস্থায় ভারতীয় অর্থনীতি নিয়ে সুখবর শোনাল মার্কিন সংস্থা। সংস্থার মতে, ব্রিটেন এবং ফ্রান্সকে পিছনে ফেলে ২০১৯ সালে বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে উঠেছে ভারত। ভারতের মোট অভ্যন্তরীণ উৎপাদনের (জিডিপি) পরিমাণ ২.৯৪ লক্ষ কোটি ডলার। অন্যদিকে, ব্রিটেনের অর্থনীতির আয়তন ২.৮৩ লক্ষ কোটি ডলার এবং ফ্রান্সের অর্থনীতির আয়তন ২.৭১ লক্ষ কোটি ডলার। ভারতের এই আর্থিক অগ্রগতি যে কেবল কিছু মানুষের মধ্যে সীমাবদ্ধ নেই, সে কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টে। বলা হয়েছে, ক্রয় ক্ষমতার (পিপিপি) দিক দিয়ে ভারতের জিডিপি ১০.৫১ লক্ষ কোটি ডলার। পিপিপির এই পরিসংখ্যানে ভারত পিছনে ফেলেছে জাপান এবং জার্মানিকে। তবে মাথাপিছু আয়ের দিক থেকে আমেরিকার থেকে ঢের পিছনে ভারত। আমেরিকার মাথাপিছু জিডিপি যেখানে ৬২ হাজার ৭৯৪ ডলার, সেখানে ভারতের মাথাপিছু জিডিপি মাত্র ২ হাজার ১৭০ ডলার। এই পিছিয়ে পড়ার কারণ হিসেবে ভারতের বিপুল জনসংখ্যাকে দায়ী করা হয়েছে।

Find Out More:

Related Articles: