ঋণের ক্ষেত্রে সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক

frame ঋণের ক্ষেত্রে সুদ কমাল রিজার্ভ ব্যাঙ্ক

Biswas Riya

গতকালই কেন্দ্রীয়  অর্থমন্ত্রী নির্মলা সিতারামন ঘোষণা করেছেন  ১.৭ লক্ষ কোটি টাকার ত্রাণ প্রকল্প । এবার সাহায্যের হাত বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক। এক ধাক্কায় ৭৫ বেসিস পয়েন্ট (০.৭৫ শতাংশ বিন্দু) সুদ ছাঁটাই করল তারা। গৃহ ঋণের মতো মেয়াদি ধারের কিস্তি আপাতত তিন মাস স্থগিত রাখারও অনুমতি দিল বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে। 

 

আজই বিশ্ব অর্থনীতি নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছে আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার (আইএমএফ)। সংস্থার প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা স্পষ্টই বলেছেন, ‘‘এটা পরিষ্কার যে বিশ্ব অর্থনীতি মন্দায় ঢুকে পড়েছে।’’ তাঁর মতে, এ বার পরিস্থিতি ২০০৯-এর সঙ্কটের থেকেও খারাপ হবে।

 

তাঁর এই ঘোষণার আগেই অবশ্য রিজার্ভ ব্যাঙ্ক ঋণে সুদের বোঝা কমানোর ব্যবস্থা যেমন করেছে, তেমনই বন্দোবস্ত করেছে বাজারে নগদের জোগান বৃদ্ধিরও। যাতে শিল্পের মূলধন জোগাড়ের খরচ কমে। আবার বাড়তি কেনাকাটায় উৎসাহ পান সাধারণ মানুষ। লক-ডাউনের ঝড়ের মুখে যেন একেবারে উড়ে না-যায় এমনিতেই ঝিমিয়ে থাকা অর্থনীতি। কিন্তু এই ওষুধ গিলেও অর্থনীতি সামনের ঝঞ্ঝা সামাল দিতে পারবে কি না, সে বিষয়ে খুব নিশ্চিত নন বিশেষজ্ঞেরা। চিন্তা না-কাটায় শুরুতে উঠলেও, দিনের শেষে মুখ ভার শেয়ার বাজারেরও।     

 

অর্থনীতিকে চাঙ্গা করতে আগামী ঋণনীতিতে শীর্ষ ব্যাঙ্ক ৫০ বেসিস পয়েন্ট (০.৫ শতাংশ বিন্দু) পর্যন্ত রেপো রেট কমাতে পারে বলে শোনা যাচ্ছিল। এর পক্ষে জোরালো সওয়াল করছিল শিল্পমহল। কিন্তু অর্থনীতির উপরে করোনা-সুনামি আছড়ে পড়ার আশঙ্কায় এ দিন আগেভাগেই এক ধাক্কায় তা ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৪.৪% করল শীর্ষ ব্যাঙ্ক। রিভার্স রেপো রেট ৯০ বেসিস পয়েন্ট কমে হল ৪%। সিআরআর ১০০ বেসিস পয়েন্ট কমে হল ৩%। যে সুদে ব্যাঙ্কগুলি শীর্ষ ব্যাঙ্কের কাছে ধার নেয়, সেই মার্জিনাল স্ট্যান্ডিং ফেসিলিটিও ৭৫ বেসিস পয়েন্ট কমিয়ে করা হয়েছে ৪.৬৫%। 

 

Find Out More:

rbi

Related Articles:

Unable to Load More