নিয়ম না মেনে ড্রাইভিং, এক বছর গাড়ি চালাতে পারবেন না শেন ওয়ার্ন
ফের অনিয়ন্ত্রিত জীবনযাপনের জন্য বিতর্কে অস্ট্রেলিয়ার কিংবদন্তী স্পিনার শেন ওয়ার্ন। রাফ ড্রাইভিং এর জন্য লন্ডনে এক বছরের জন্য শাস্তির কোপে ওয়ার্ন। আগামী এক বছর ড্রাইভিং করতে পারবেন না তিনি। উল্লেখ্য, গত দু’ বছরে ছ’বার ওয়ার্নের গাড়ির গতি বেঁধে দেওয়া সীমা লঙ্ঘন করায় সোমবার ওয়ার্নকে এই শাস্তি দেয় লন্ডনের আদালত৷ এক বছরের নির্বাসনের পাশাপাশি তাকে ভারতীয় মূদ্রায় ১.৬২ লক্ষ টাকা জরিমানাও করেছে আদালত৷ বলা বাহুল্য প্রাক্তন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের বিতর্ক যেন নিত্য সঙ্গী। প্রায় দিনই কিছু না কিছু ভুলভাল কাজ করে বিতর্কের শিরোনামে আসেন তিনি। এই ঘটনা সেই তালিকাতেই নতুন সংযোজন বলে মনে করা হচ্ছে। বিশেষ ভাবে বিমুরশ হয়ে পরেছে ।