গরু খাচ্ছে মাছ-মাংস জেনে অস্বস্তিতে গোয়ার বিজেপি সরকার , ‘ শুদ্ধিকরণ ‘ প্রক্রিয়া শুরু

Paramanik Akash
সবুজ ঘাসের দেখা মিলছে না । তাই গরু তা না পেয়ে এবার আমীষ খেতে শুরু করেছে । খিদের জ্বালায় মাছ-মাংসও খাচ্ছে গরু । এতে বেজায় অস্বস্তিতে পড়েছে গোয়ার বিজেপি সরকার । গরু কিনা মাছ-মাংস খাচ্ছে ! এটা এক প্রকার অশুদ্ধ কাজ হচ্ছে তাই ‘ শুদ্ধিকরণ ‘ প্রক্রিয়া শুরু করেছে গোয়ার বিজেপি সরকার ।তার জন্য ডেকে আনা হয়েছে পশু চিকিৎসককেও। তাঁর তত্ত্বাবধানেই ওই সমস্ত গরুদের নিরামিষাশী করে তোলার চিকিৎসা শুরু হয়েছে। 
শনিবার গোয়ার আরপোরা গ্রামে একটি অনুষ্ঠান চলাকালীন নিজেই এ কথা জানান রাজ্যের বর্জ্য ব্যবস্থাপনা (ওয়েস্ট ম্যানেজমেন্ট)মন্ত্রী মাইকেল লোবো। তিনি জানান, ‘‘কলঙ্গুট থেকে ৭৬ বেওয়ারিশ গরু উদ্ধার করে গোশালায় নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের দেখভাল করা হচ্ছে। পশু বিশেষজ্ঞের তদারকিতে রয়েছে তারা। সকলকে ওষুধ দেওয়া হচ্ছে।’’
মাইকেল লোবোর দাবি, ‘‘আগে নিরামিষাশী ছিল গরুগুলি। মাছ–মাংসের গন্ধ পেলেই সরে যেত। কিন্তু রেস্তরাঁর উচ্ছিষ্ট মাংস, পচা মাছ খেয়ে তারা এখন আমিষাশী হয়ে গিয়েছে।’’


Find Out More:

Related Articles: