দূষণের হাত থেকে রক্ষা পেতে খোদ ভগবান মাস্কে মুখ ঢাকলেন!

Paramanik Akash
দূষণে জর্জরিত গোটা দেশ। সবথেকে বেশি রাজধানী দিল্লি তারপর কয়েক ধাপ এগিয়ে কলকাতা। তবে এবার দূষণের মাত্রা বেড়ে যাওয়ায় মাস্কের ব্যবহার বেড়েছে। এবার দূষণের হাত থেকে বাঁচতে মাস্কে মুখ ঢাকলেন স্বয়ং ভগবানও! এই নিয়ে দেবভূমি বারাণসীতে এখন হইচই কাণ্ড।
এরপর ভগবানের মুখে মাস্ক পরায় তোলপাড় সোশ্যাল মিডিয়া। ভাইরাল হল মাস্ক পরিহিত দেবদেবীর ছবিও। দেবদর্শনে গিয়ে খানিক হোঁচটও খেতে হচ্ছে পুণ্যার্থীদের। শুধু কালীকে নিয়ে খানিক বিপাকে পড়েছেন বারাণসীর পুরোহিতরা। দূষণরোধী মাস্কে মুখ ঢাকতে পারছেন না কালী। জিভ বাদ রেখে তো আর মুখ ঢাকা যায় না! তাই অনেক চেষ্টার পর পিছু হটতে বাধ্য হয়েছেন পুরোহিতরা।
আপাতত মাস্ক ছাড়াই শিব-দুর্গার সঙ্গে মন্দিরে বিরাজ করছেন কালী। তার চেয়েও বড় কথা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লোকসভা কেন্দ্র বারাণসী। সেখানেই কিনা দূষণ-বিষে আক্রান্ত শিব-দুর্গা থেকে লক্ষ্মী-গণেশ! মায় সাঁইবাবাও! যা নিয়ে নেটিজেনদের তীর্যক সমালোচনার মুখে পড়তে হচ্ছে মোদিকে।


Find Out More:

Related Articles: