অবশেষে এনসিপি’র দাবিতে দক্ষিণ মুম্বাই থেকে শিবসেনার টকিটে লোকসভায় নির্বাচিত হওয়া অরবিন্দ সাওন্ত মোদীর মন্ত্রীসভা থেকে পদত্যাগ করলেন। বর্তমানে তিনি ভারী শিল্পমন্ত্রকের দায়িত্বে ছিলেন। অপরদিকে রবিবারেই বিজেপি জানিয়ে দেয় মহারাষ্ট্রে তারা সরকার গঠন করবে না।
রাজ্যপাল ভগত সিং কেশিয়ারি তারপরেই শিবসেনাকে সরকার গঠন নিয়ে তাদের ইচ্ছা ও ক্ষমতা গঠনের কথা বলেন। সোমবার সন্ধ্যে সাড়ে সাতটা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল শিবসেনাকে। এনসিপির মুখপত্র নবাব মালিক সংবাদ মাধ্যকে জানিয়েছিলেন, শিবসেনাকে প্রথমে এনডিএ ছেড়ে বেড়িয়ে আসতে হবে। নরেন্দ্র মোদীর শিবসেনার একটিই ক্যাবিনেট পদ রয়েছে।
এনডিএ সরকার না ছাড়া পর্যন্ত তারা অপেক্ষার পক্ষপাতি বলেও জানিয়ে ছিলেন। ২০১৯ এ অক্টোবরে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ২৮৮ আসনের মধ্যে বিজেপি পেয়েছিল ১০৫ টি আসন, সঙ্গী শিবসেনা পেয়েছিল ৫৬ টি আসন। বিরোধী জোটে এনসিপি পেয়েছিল ৫৪ টি এবং কংগ্রেস ৪৪ টি আসন পেয়েছিল।