বাবরি মসজিদ মামলার রায় : রবিবার বৈঠকে বসছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড ;‘‘ মসজিদের পরিবর্তে বিকল্প কিছু নেওয়ার প্রশ্নই ওঠে না। না টাকা, না জমি” : আরাশাদ মাদানি

Akash Paramanik
অযোধ্যায় বাবরি মসজিদ রায়ের পর পরবর্তী পদক্ষেপ ঠিক করতে আগামী রবিবার বৈঠক ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড। মূলত  বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনা করার জন্য আদালতে কাছে আবেদন করা হবে কিনা তা ঠিক করতেই বৈঠক ডেকেছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’বোর্ড । সেই বৈঠকের আগে এবার বাবরি মসজিদ ইস্যুতে সুর চড়াল জমিয়তে উলামায়ে হিন্দ । সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে সুপ্রিম কোর্ট যে ৫ একর জমি মসজিদ তৈরি করার জন্য দেওয়ার কথা বলেছে তা গ্রহণ করার কোনো প্রশ্নই নেই ।
সম্প্রতি দিল্লিতে জমিয়ত উলেমা-ই-হিন্দের ওয়ার্কিং কমিটির বৈঠক বসেছিল। সেখানেই বিকল্প জমি গ্রহণ না করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমনকি আদালতের রায় পুনর্বিবেচনা করে দেখতেও তারা আবেদন জানাতে পারে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে তাদের পাঁচ সদস্যের বিশেষ কমিটি আইনি পরামর্শ নেবে বলে জানিয়েছেন  সংগঠনের সভাপতি আরশাদ মদানি।
আরশাদ মদানি বলেছেন, ‘‘ওয়ার্কিং কমিটির বৈঠকে দু’টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে, যার মধ্যে একটি হল বিকল্প পাঁচ একর জমি নিয়ে এবং অপরটি হল শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করে দেখা নিয়ে। সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মসজিদের পরিবর্তে বিকল্প কিছু নেওয়ার প্রশ্নই ওঠে না। না টাকা, না জমি। কোনও মুসলিম সংগঠনেরই এই অদলবদল স্বীকার করা উচিত নয়।’’
ওই সংগঠনের সদস্য মৌলানা রশিদি বলেন, ‘‘শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনা করতে আর্জি জানানো যায় কি না, তার জন্য আরশাদ মদানির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গড়া হয়েছে। আগামী কয়েক দিনে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’
১৯১৯ সালে প্রতিষ্ঠিত জমিয়ত উলেমা-ই-হিন্দ এ বছরই ১০০ বছর পূর্ণ করেছে। খিলাফৎ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের। দেশভাগেরও কট্টর বিরোধী ছিল তারা। দেশের সমস্ত মুসলিম সংগঠনের মধ্যে জামিয়তে উলেমা-ই-হিন্দকে অন্যতম প্রভাবশালী এবং আর্থিক ভাবে মজবুত সংগঠন হিসাবে ধরা হয়। অযোধ্যা মামলার রায় নিয়ে তাদের সঙ্গে একমত অল ইন্ডিয়া বাবরি মসজিদ অ্যাকশন কমিটির আহ্বায়ক-সদস্য তথা সুন্নি সেন্ট্রাল ওয়াকফ বোর্ডের অন্যতম আইনজীবী জাফরিয়াব জিলানি এবং অন্যতম মামলাকারী মহম্মদ উমরও। আদালতের রায়ে সন্তুষ্ট নন বলে জানিয়েছেন তাঁরা।


Find Out More:

Related Articles: