আর নয় রামন্দির ! ২০২৪ -লক্ষ্যে ‘গেম চেঞ্জার’ নিয়ে আলোচনা শুরু বিজেপিতে
আগামী লোকসভা ২০২৪-এ বিজেপি ক্ষমতায় আসার জন্য টার্গেট ঠিক করে ফেলেছে। জানা গিয়েছে, ২০২৪ -এর লোকসভা ভোটের আগেই সারা দেশে এনআরসি চালু করতে চায় কেন্দ্রে ক্ষমতায় থাকা বিজেপি। তারা মনে করছে বিষয়টি গেম চেঞ্জার হিসেবে কাজ করবে। এক্ষেত্রে ২০২২ -কে লক্ষ্যমাত্রা রেখেছে তারা।
আর নয় রামন্দির সূত্রের খবর অনুযায়ী, বিজেপি এখন থেকেই ধরে নিচ্ছে রামমন্দির নিয়ে প্রচার আর পরবর্তী নির্বাচনে সাধারণ মানুষকে আকৃষ্ট করতে পারবে না। তাই এনআরসিই হতে পারে তাদের প্রচারের প্রধানতম বিষয়
বিজেপির একটা বড় অংশ মনে করছে, এনআরসির প্রয়োগের মাধ্যমেই তাদের ভোটারদের কাছে পৌঁছনো সম্ভব। বিজেপির আলোচনায় অসম প্রসঙ্গও এসেছে। যেখানে এনআরসির চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে। তাতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে।
তবে অসমে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। তবে অসমে এনআরসি নিয়ে নানা অভিযোগ উঠছে। কাজ ঠিকভাবে করা হয়নি বলেও অভিযোগ উঠেছে। তাই সারা দেশে এনআরসি প্রয়োগে অসমের বিষয়টিও উঠে আসছে।