এবার NPR আপডেট সিদ্ধান্তে সবুজ সংকেত কেন্দ্রীয় মন্ত্রিসভার, খরচ হবে ৮,৫০০ কোটি টাকা !

Akash Paramanik

ন্যাশনাল পপুলেশন রেজিস্টার বা NPR আপডেটের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় মন্ত্রীসভা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের বিরোধিতা সত্বেও এনপিআর আপডেটের সিদ্ধান্ত নিল কেন্দ্র। এজন্য আনুমানিক ৮,৫০০ কোটি টাকা খরচ ধরা হয়েছে।
জনগণনা কমিশনের তরফে জানানো হয়েছে, NPR-এ নথিভুক্ত হবে এদেশের স্থায়ী বাসিন্দাদের যাবতীয় তথ্য। নথিভুক্ত হবে বায়োমেট্রিক তথ্যও। কোনও জায়গায় অন্তত ৬ মাস একটানা থাকলে তবেই NPR-এ নথিভুক্ত হবে তার নাম। ভারতের সমস্ত স্থায়ী বাসিন্দার NPR-এ নাম নথিভুক্ত করানো বাধ্যতামূলক বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রের তরফে জানানো হয়েছে ,২০২০ -র এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে চলবে NPR তৈরির কাজ। ২০১০ সালে NPR তৈরির জন্য প্রথম তথ্য সংগ্রহ করেছিল ইউপিএ সরকার। ২০১১ সালে সংগ্রহ করা হয় পরিবারভিত্তিক তথ্য। ২০১৫ সালে তা প্রথমবার আপডেট করা হয়। এবার একইসঙ্গে ব্যাক্তি ও পরিবারের তথ্য সংগ্রহ করতে চলেছে সরকার।

Find Out More:

npr

Related Articles: