![পুরসভা নির্বাচনে তবে কি শোভনের কৌশল অবলম্বন করবে রাজ্য বিজেপি!](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/editorial/77/sovan-chatarjee-bjp-leader-now-lead-kolkata-municipality-election-9ef266ba-14b4-4ac6-9473-67a063324a3d-415x250.jpg)
পুরসভা নির্বাচনে তবে কি শোভনের কৌশল অবলম্বন করবে রাজ্য বিজেপি!
ফের শোভন চট্টোপাধ্যায়ের দরজায় কড়া নাড়তে শুরু করেছে বিজেপি। তবে বন্ধ দরজার ভিতর থেকে এখনও ডাকে সাড়া দেননি কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র। তবে বিজেপির একাংশের দাবি পুরসভা নির্বাচনে শোভনকে সামনে রেখে লড়বে বিজেপি।
খাতায়-কলমে বিজেপিতে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তবে দলের নেতাদের সঙ্গে মুখ দেখাদেখি কার্যত বন্ধ। দীর্ঘদিন বিচ্ছেদ-পর্বে বিজেপি শীর্ষ নেতৃত্বও শোভনকে নিয়ে বিশেষ মাথা ঘামাননি। কিন্তু কলকাতা পুরসভার ভোট এগিয়ে আসতেই নড়েচড়ে বসেছে বিজেপি।
কলকাতা পুরভোটে নেতৃত্ব দেওয়ার মতো কোনও উপযুক্ত মুখ গেরুয়া শিবিরের সন্ধানে নেই। সে ক্ষেত্রে শোভনকে সামনে রেখেই কলকাতা পুরভোটের ঘুঁটি সাজাতে চাইছেন দিলীপ ঘোষরা। বেশ কয়েকদিন আগেই শোভনকে নতুন ভাবে দলে সক্রিয় ভাবে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে বিজেপির অন্দরে।