২৬ বছরের ম্যাডামের সঙ্গে ১৪ বছরের পড়ুয়ার প্রেম,ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা!

frame ২৬ বছরের ম্যাডামের সঙ্গে ১৪ বছরের পড়ুয়ার প্রেম,ছাত্রকে নিয়ে পালালেন শিক্ষিকা!

Akash Paramanik

একাধিক বার খবরের শিরোনামে এসেছে শিক্ষক ছাত্রীর প্রেম,তবে এবার আর শিক্ষক ছাত্রী নয়। ১৪ বছরের ছাত্রের সঙ্গে পালালেন ২৬ বছরের শিক্ষিকা। বেশ কিছুদিন ধরেই দু’জনের মধ্যে চলছিল প্রেম। অভিযোগ, ওই ছাত্রকে নিয়ে পালিয়ে গিয়েছেন শিক্ষিকা। নাহ এটা কোনও সিনেমার গল্প নয়। সম্প্রতি এই ঘটনা ঘটেছে গুজরাতের গান্ধী নগরে। ছেলেকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগে ওই শিক্ষিকার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন ছাত্রটির বাবা।

পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ ছাত্রের বাবা গুজরাত সরকারের কর্মী। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরে তিনি দেখেন ছেলে বাড়িতে নেই। এ ব্যাপারে তিনি বলেন, ‘‘আমার স্ত্রী জানান বিকেল ৪টের সময় বাড়ি থেকে বেরিয়েছিল ছেলে। এলাকায় অনেক ঘোরাঘুরি করেও আমরা তার খোঁজ পাইনি। তখন ওই শিক্ষিকার বাড়িতে যাই আমরা। সেখানেও কেউ ছিলেন না।’’ এর পর কালোল সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন তিনি। পুলিশ জানিয়েছে, নিখোঁজ ছাত্রের সঙ্গে প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল ওই শিক্ষিকার। তাঁদের এই ঘনিষ্ঠতার কথা স্কুল কর্তৃপক্ষও জানতেন। সে জন্য তাঁদেরকে সতর্কও করা হয়েছিল।

Find Out More:

Related Articles:

Unable to Load More