অস্বস্তিতে বঙ্গ বিজেপি! বিজেপি এমপিকে সিআইডির কাছে হাজিরার নির্দেশ হাইকোর্টের!

Akash Paramanik

একের পর এক‌ অস্বস্তিতে পড়ছে বঙ্গ বিজেপি। মুকুল রায়ের পুলিশের কাছে হাজিরার পর এবার তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস খুনের ঘটনায় রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকারকে সিআইডির কাছে হাজির হওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

 শুক্রবার বিচারপতি জয়মাল্য বাগচি ও শুভ্রা ঘোষের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে,ফেব্রুয়ারি মাসে চারদিন হাজির থাকতে হবে তাঁকে। তার তারিখও নির্দিষ্ট করে দিয়েছে হাইকোর্ট। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, তদন্তকারী অফিসারকে পরবর্তী শুনানির দিন তদন্ত রিপোর্ট জমা দিতে হবে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে নদীয়ায় গুলি করে খুন করা হয় বিধায়ক সত্যজিৎ বিশ্বাসকে। একটি অনুষ্ঠানে থাকাকালীন খুব কাছ থেকে গুলি করা হয় তাঁকে। ঘটনায় জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে সিআইডি। তাদের জেরা করে জানা যায়, পরিকল্পনা করেই গোটা ঘটনাটি ঘটানো হয়েছে। এর জন্য তারা রানাঘাটের সাংসদের দিকেই অভিযোগের আঙুল তোলে।

Find Out More:

Related Articles: