গত বছরের শুরুতে ছিল ১.৯৭ শতাংশ। অন্যদিকে গত মাসে খাদ্যদ্রব্যের মুদ্রাস্ফীতি ছিল ১৩.৬৩ শতাংশ। ২০১৯-এর জানুয়ারিতে যা ছিল (-) ২.২৪ শতাংশ। ডিসেম্বরে যা ছিল ১৪.১৯ শতাংশ। সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১৪-র মে মাসের পরেই এই মুদ্রাস্ফীতি হল সর্বোচ্চ।

Akash Paramanik

কেন্দ্র শাসিত অঞ্চল হিসাবে প্রথম পন্ডিচেরি বিধানসভায় নাগরিকত্ব সংশোধিত আইনের বিরুদ্ধে প্রস্তাব পাশ হয়ে গেল ।
এর আগে পাঁচ রাজ্যে এই প্রস্তাব পাস হয়েছে।কেন্দ্র শাসিত অঞ্চলও বাদ থাকল না সিএএ-র বিরোধিতায়। বুধবার পণ্ডিচেরি বিধানসভায় পাস হয়ে গেল সিএএ বিরোধী প্রস্তাব। এই প্রথম কোনও কেন্দ্র শাসিত রাজ্যে এই প্রস্তাব পাস হল। সিএএ বিরোধিতায় এখনও পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে গোটা দেশে।
বিধানসভার বিশেষ অধিবেশনে এই প্রস্তব পাস করানো হয়। যদিও এই প্রস্তাব পাসের সময় বিধানসভা অধিবেশন বয়কট করেছিল অল ইন্ডিয়া এনআর কংগ্রেস এবং এআইডিএমকে-র বিধায়করা।এর আগে পাঁচ রাজ্যে সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। প্রথমে বাম শাসিত কেরল এই প্রস্তাব পাস করে। তারপর কংগ্রেস শাসিত মধ্যপ্রদেশ,রাজস্থান এবং পাঞ্জাব। তারপরে তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গও সিএএ বিরোধী প্রস্তাব পাস করিয়েছে। এর পরে তেলঙ্গানা সরকারও এই প্রস্তাব পাস করাবে বলে জানিয়েছে।

Find Out More:

Related Articles: