তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন মাওবাদী ছত্রধর!

frame তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন মাওবাদী ছত্রধর!

Akash Paramanik

কয়েকদিন আগেই প্রাক্তন মাওবাদীকে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কটাক্ষের রেশ কাটতে না কাটতেই দলে যোগ দেওয়ার সবুজ সংকেত মিলেছে।

ছত্রধর মাহাতের ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, ছত্রধর নিজেই তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ইউএপিএ মামলায় এগারো বছর জেল খাটার পর সদ্য মুক্তি পেয়ে লালগড়ে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন ছত্রধর। সম্প্রতি, ঝাড়গ্রামে তৃণমূলের মহাসচিব তথা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর একান্ত সাক্ষাতের পর থেকেই একদা জনসাধারণের কমিটির এই শীর্ষ নেতার তৃণমূলে যোগদান নিয়ে জল্পনা তৈরি হয়।
 এদিন তিনি তাঁর ঘনিষ্ঠদের কাছে তৃণমূলে যোগ দেওয়ার কথা জানিয়েছেন। তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন প্রাক্তন মাওবাদী ছত্রধর!

Find Out More:

Related Articles:

Unable to Load More