ঋতুচক্রের সময় রান্না করলে, মহিলারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবে: স্বামী কৃষ্ণরূপের

frame ঋতুচক্রের সময় রান্না করলে, মহিলারা পরজন্মে কুকুর হয়ে জন্মাবে: স্বামী কৃষ্ণরূপের

Akash Paramanik

 

ফের বিতর্কিত মন্তব্য করলেন গুজরাতের ভুজের স্বামীনারায়ণ মন্দিরের স্বামীনারায়ণ গোষ্ঠীর ‘নর-নারায়ণ দেবগড়ী’ স্বামী কৃষ্ণরূপ দাসজী। তাঁর দাবি, ‘ধর্মগ্রন্থেই রয়েছে, ঋতুচক্রের সময়ে স্ত্রীর রান্না খাবেন যে স্বামী, তিনি পরজন্মে ষাঁড় হবেন।’’ স্বামীর এই মন্তব্যের পরেই সমালোচনার ঝড় উঠেছে।

 এই  স্ব-ঘোষিত ধর্মগুরু যে মন্দিরের সঙ্গে যুক্ত, তারা ভুজে একটি কলেজ চালায়। কিছু দিন আগে সেই কলেজেরই অধ্যক্ষ এবং মহিলাকর্মীরা ৬০ জন মেয়েকে জোর করে অন্তর্বাস খুলতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ। তাঁরা দেখতে চেয়েছিলেন, ওই মেয়েদের তখন ঋতুস্রাব চলছে কি না। কারণ ওই কলেজের হোস্টেলের ‘নিয়ম’ রয়েছে, ঋতুস্রাব চললে সেই মেয়েরা সবার সঙ্গে বসে খেতে পারবে না! ১১ ফেব্রুয়ারির এই ঘটনায় গত কাল ওই কলেজ অর্থাৎ শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের অধ্যক্ষ, রেক্টর এবং পিওনকে গ্রেফতার করা হয়েছে। এর পরেই প্রকাশ্যে এসেছে স্বামী কৃষ্ণরূপ দাসজীর এমন বক্তব্য। এক ভিডিয়োয় তাঁকে বলতে শোনা গিয়েছে ওই সব মন্তব্য।

Find Out More:

Related Articles:

Unable to Load More