বলি সেলেবদের ছাড়িয়ে ইনস্টাগ্রামে এগিয়ে ক্যাপ্টেন কোহলি!

frame বলি সেলেবদের ছাড়িয়ে ইনস্টাগ্রামে এগিয়ে ক্যাপ্টেন কোহলি!

Akash Paramanik

ক্যাপ্টেন কোহলি,বলি সেলেবদের ছাড়িয়ে একেবারেই ইন্সটাগ্রামের শীর্ষে। ভারতীয় তাবড় তাবড় অভিনেত্রীদের পিছনে ফেলে পাঁচ কোটি ফলোয়ার ছাড়িয়েছে।

ক্যাপ্টেন কোহলি শুধু ২২ গজে নয়, ক্রিকেটের বাইরেও তিনি যে হাটথ্রব তা আর বলতে বাকি রইল না। খেলার সময় প্রতিকূল অবস্থা থেকে দলকে জিতিয়ে অনবদ্য সব লড়াই করে দেখিয়ে দিয়েছেন বাইশ গজের নায়ক। ব্যক্তিগত জীবনে আরেক রেকর্ড করলেন বিরাট কোহলি। খেলা থেকে শুরু করে জিমের সময়, তার স্ত্রী ও অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে নানান ব্যক্তিগত মুহূর্ত শেয়ার করেন বিরাট তার ইনস্টাগ্রাম প্রোফাইলে।

যা দেখতে তার ভক্তরা তারকা ক্রিকেটার বিরাটে একাউন্ট ফলো করেন। তেমন করেই তার ফলোয়ার ৫ কোটির গন্ডি পেরিয়েছে। প্রথম ভারতীয় হিসেবে এটি একটি রেকর্ড। বিরাট কোহলির পরই রয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া, যার ফলোয়ার ৪ কোটি ৯৯ লাখ। এরপর তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। দীপিকা পাড়ুকোনের ফলোয়ার সংখ্যা ৪ কোটি ৪১ লাখ। ১০ নম্বরে রয়েছেন বিরাটের স্ত্রী ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

Find Out More:

Related Articles:

Unable to Load More