পুলিশ ও স্বাস্থ্যে ২০০০ কর্মী নিয়োগ মমতা সরকারের! সিদ্ধান্ত নবান্নের
সোমবার রাজ্য মন্ত্রীসভার বৈঠকে স্বাস্থ্য দফতরে এবং রাজ্য পুলিশে ২০০০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। রাজ্য পুলিশে টেলিফোন অপারেটর এবং ওয়্যারলেস অপারেটরে প্রায় ১১০০ হাজার শূন্যপদে কর্মী নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হল। কোনও ঘটনা ঘটলে দ্রুততার সঙ্গে যাতে এক থানার সঙ্গে অন্য থানায় যোগাযোগ করা যায়,তার জন্যই এই শুন্যপদ পূরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্পোর্টস মেডিসিন কিংবা এন্ডোক্রিনোলজি বিভাগ নত, সমস্ত বিভাগ মিলিয়ে যেখানে সেখানে শূন্যপদ রয়েছে, সেখানে লোকবল নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগ মিলিয়ে চিকিৎসক, নার্স , স্বাস্থ্যকর্মী টেকনিশিয়ান এই সকল পদে নিয়োগ করা হবে। এসএসকেএম এ চালু হবে স্পোর্টস মেডিসিন বিভাগ, বেড বাড়ানো হবে পেডিয়াট্রিক সার্জারি বিভাগে ও হাসপাতালে এন্ডোক্রীনোলজি বিভাগকে সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে গড়তে আলাদা ইনস্টিটিউট করা হবে।
এই সিদ্ধান্ত গুলি কার্যকর করার জন্য স্বাস্থ্য দপ্তর থেকে এসএসকেমের জন্য ৯০০ শূন্যপদে কর্মী নিয়োগের প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিন মন্ত্রী সভার বৈঠকে তা অনুমোদিত হল।