স্কুল দু মাস টানা ছুটি শুনে কান ঝালাপালা।একটু দেখে নিই সত্যিই

frame স্কুল দু মাস টানা ছুটি শুনে কান ঝালাপালা।একটু দেখে নিই সত্যিই

Narayana Molleti
কতগুলো ছুটি শিক্ষকরা ভোগ করলেন?3 মে থেকে 30 জুন মোট 59 দিন ঘোষণা হল।এর মধ্যে রবিবার ছিল 9 টা।রইল (59--9)=50 টি।গরমের ছুটি প্রতি বছর  স্বাভাবিক বরাদ্দ থাকে 18 দিন।রইল (50--18)=32 দিন।10 জুন স্কুল  খোলার ঘোষণায় ছুটি কমল 17 দিন।রইল বাকি (32--17)=15

দিন।ফনি ঝড়ে 2 দিন(3,4মে)+রবীন্দ্রনাথের জন্মদিন 1 দিন(9 মে)+ভোটের জন্য 2 দিন(11,13মে)+বুদ্ধপূর্ণিমায় 1 দিন(18 মে) অর্থাৎ মোট 6 দিন ছুটি স্বাভাবিক ভাবেই থাকতো।অতএব (15--6)=9 দিন  বাড়তি ছুটি শিক্ষকরা ভোগ করলেন,যার জন্য এত কথা শোনা।যে সব জেলায় ভোট হয়ে গিয়েছিল সেখানের শিক্ষকরা( 9+2)=11 দিন বাড়তি ছুটি ভোগ করলেন। অতএব এই হিসেবটা সকলকে শেয়ার করে জানিয়ে দেন।


Find Out More:

Related Articles: