রাজ্যস্তরীয় কর্মশালা।বিষয়- " পরিবেশ ,নদী ও মানুষ।বীষয়ের সাথে সাযুজ্য রেখে একেবারে প্রকৃতিতেই হল এই পরিবেশ বান্ধব কর্মশালা।এই অভিনব ভাবনার আয়োজক শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ভূগোল বিভাগ।আর তাতেই বিভিন্ন কলেজ পড়ুয়া, বিশ্ববিদ্যালয়ের গবেষক সহ অধ্যাপক- অধ্যাপিকা মিলে প্রায় দেড়শো জন অংশগ্রহণকারী। নদী ও পরিবেশের
এই রাজ্যস্তরীয় কর্মশালায় প্রধান বক্তা হিসাবে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. দীপক কুমার মন্ডল এবং পরিবেশ চিন্তক তুহিন শুভ্র মন্ডল।
এছাড়াও অন্যান্য বক্তা ছিলেন বৈকন্ঠপুর ফরেস্ট ডিভিশনের ডাবগ্রাম রেঞ্জের রেঞ্জার শ্যামাপ্রসাদ চাকলাদার, শারুগাড়া রেঞ্জের রেঞ্জার প্রদীপ কর চৌধুরী, পরিবেশ প্রেমী অজয় ট্যান্ডন।স্বাগত ও প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন
শিলিগুড়ি মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষা স্বাতী ব্যানার্জী ও আহ্বায়ক প্রবীর কুন্ডু।পরিবেশ নদী ও মানুষের যে অন্তর্নিহিত সম্পর্ক এবং পরিবেশের অবনমনে মানুষের ভূমিকা কি সে নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন অধ্যাপক দীপক মন্ডল ও পরিবেশ বন্ধু তুহিন শুভ্র মন্ডল। কর্মশালার মাঝে গাছকে জড়িয়ে ধরে বন্ধুত্বের বার্তা প্রদানে মন ছুঁয়ে গিয়েছে বলে জানায় কর্মশালায় উপস্থিত মধুমিতা, সোনালি , উৎসারা।
আহ্বায়ক অধ্যাপক ড. প্রবীর কুন্ডু জানান-' সাহু নদীর ধারে বনের মধ্যে পরিবেশ কর্মশালার এই ভাবনাটি তুহিন বাবু দিয়েছিলেন।পড়ুয়া সহ সবারই ভীষণ ভাল লাগাতে ভাল লাগছে।আমাদের সমস্ত উদ্যোক্তা অধ্যাপক- অধ্যাপিকা, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষা সহ সমগ্র কলেজকেই পাশে থাকার জন্য ধন্যবাদ জানাই।আগামীতে নদী ও পরিবেশ আরও ভাবনা আছে।'