![২০২০ তে ফের চন্দ্র অভিযানের প্রস্তুতি শুরু করল ‘ইসরো’](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/education/virgo_virgo/again jaan-415x250.jpg)
২০২০ তে ফের চন্দ্র অভিযানের প্রস্তুতি শুরু করল ‘ইসরো’
ফের চন্দ্র অভিযানের প্রস্তুতি শুরু করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’। উল্লেখ্য, মাস কয়েক আগেই একদম শেষ মুহূর্তে চাঁদের পৃষ্ঠে নামার আগে হারিয়ে যায় চন্দ্রযান ২’র ল্যান্ডার বিক্রম। আশা জাগিয়েও স্বপ্নভঙ্গ করেছিল ইসরো। তবে গোটা দেশ পাশে থেকেছিল ইসরো্। আর তাই ফের একবার চাঁদের অন্ধকার অংশে পা রাখার প্রস্তুতি নিচ্ছে তারা। সুত্রের খবর, সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছর নভেম্বরেই মিশন চন্দ্রযান ৩-এর কাজ শেষ হবে। এ নিয়ে গত অক্টোবর থেকে উচ্চস্তরে অন্তত চারটি বৈঠকও হয়ে গেছে বলে জানা গেছে। ল্যান্ডার চাঁদের কোন অংশে পদার্পণ করবে, সে নিয়েও আলোচনা হয়েছে। গতবারের থেকে শিহ্মা নিয়ে এবার বেশি সতর্কভাবে এগোচ্ছে ইসরো। এবার তাদের অভিযান সফল হবে বলে আশাবাদী এই সংস্থার সকলে।