ঝাড়খন্ডে ক্ষমতায় আসছে কংগ্রেস জোট !
ভোট প্রচারে বোঝা গিয়েছিল বিজেপি এবার আর ঝাড়খন্ডে জিততে পারবে না । কিন্ত বলা তো যায় না । পাকিস্থান , হিন্দু –মুসলমান-রামমন্দির ইস্যুকে সামনে রেখে মোদী-অমিত শাহ ভোট প্রচার করেছেন । উল্টো দিকে কংগ্রেস প্রচারে করেছে বিজেপি সরকারের ৫ বছরের ব্যর্থতার কথা । মানুষ কী ভেবেছে তা বোঝা যাবে ২৩ ডিসেম্বর । তবে বুথ ফেরত সমীক্ষায় ইঙ্গিক স্পষ্ট প্রায় ৩৭ শতাংশ ভোট পেয়ে প্রথম স্থানে আসতে চলেছে কংগ্রেস জোট , বিজেপি পেতে পারে ৩২ শতাংশ ভোট । ভোট শতাংশে হিসাবেই স্পষ্ট এবার ঝাড়খন্ডে হারছে বিজেপি ।
তাই নির্বাচনের পরেই বিধায়ক কেনাবেচা শুরু হতে পারে বলে আশংকা করা হচ্ছে । কিন্ত সাধারন মানুষ যদি স্পষ্ট জনাদেশ দেয় তাহলে কংগ্রেস জোটের ক্ষমতায় আসা শুধু মাত্র সময়ের অপেক্ষা মাত্র । সি-ভোটারের মতে বিজেপি পাবে ২৮-৩৬ টি আসন , কংগ্রেস জোট পাবে ৩১ টি আসন , অন্যান্যরা পাবে ১৪টি আসন পাবে । অন্যদিকে ইন্ডিয়া-টুডে-র সমীক্ষায় দেখা যাচ্ছে বিশাল গরিষ্ঠতা নিয়ে কংগ্রেস জোট ক্ষমতায় আসছে । কংগ্রেস জোট পেতে পারে ৩৮-৫০টি আসন , বিজেপি পেতে পারে ২২-৩২টি আসন । ৮১টি বিধানসভার আসনে কমপক্ষে ৪১টি আসন পেলে ক্ষমতায় বসতে পারবে । তবে হাং বিধানসভা হলে আজসু, জেভিএম এবং অন্যান্য দলগুলি। তাদের নির্বাচিত বিধায়করাই যে কোনও সময় বিধানসভায় সরকার গড়ার ক্ষেত্রে বড়সড় ভূমিকা নিতে চলেছেন।