পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষায় রেকর্ড সংখ্যক হিন্দু পড়ুয়া!

Akash Paramanik

সোমবার থেকে পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের স্কুল-ছাড় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় ৭০,০০০ শিক্ষার্থীর মধ্যে রেকর্ড সংখ্যক হিন্দু পড়ুয়া রয়েছেন।
উচ্চ মাদ্রাসা পরীক্ষা বা স্ট্যান্ডার্ড এক্স পরীক্ষায় নিবন্ধিত প্রায় ১৮% শিক্ষার্থী হিন্দু।

পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষাবোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন বলেছেন, ২০১২ সালে এই পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে 12.77% অমুসলিম ছিল।
তিনি আরও বলেন “বিগত কয়েক বছরে পরীক্ষায় অমুসলিম পড়ুয়াদের অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ২% -৩% বৃদ্ধি পেয়েছি।" তবে এই চিত্রটি সাধারণত "কিছুটা" নেমে আসে কারণ নিবন্ধিত সমস্ত শিক্ষার্থী পরীক্ষায় বসে না। "তারপরেও, চূড়ান্ত চিত্রটি গত বছরের তুলনায় ২-৩% বেশি হবে বলে আশা করা হচ্ছে।"

কামরুদ্দিন জানান,এই সংস্থাগুলিতে কেবলমাত্র মুসলিম শিক্ষার্থীরা পড়াশোনা করে এমন ভুল ধারণাটিকে চ্যালেঞ্জ করে বিপুল সংখ্যক শিক্ষার্থী দশম শ্রেণি পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয়েছেন। "পুরুলিয়া, বীরভূম এবং বাঁকুড়া জেলায় আমাদের চারটি বড় মাদ্রাসা রয়েছে, যেখানে অমুসলিম শিক্ষার্থীরা মুসলিম শিক্ষার্থীদের তুলনায় বেশি।"

Find Out More:

Related Articles: