প্রশ্নপত্র ফাঁস রুখতে ব্যার্থ মধ্যশিক্ষা পর্ষদ,নেট বন্ধ রেখেও রোখা গেল না; মালদহে ভাইরাল মাধ্যমিকের প্রশ্ন!

Akash Paramanik

নিখুঁত নিছিদ্রের মধ্যেও রোখা গেল না প্রশ্নপত্র ফাঁস। এক কথায় বজ্র আঁটুনি, ফস্কা গেরো! গত বছরের মতো এবারও পরীক্ষা চলাকালীন হোয়াটসঅ্যাপে বেরিয়ে গেল মাধ্যমিকের প্রশ্নপত্র। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) প্রথম দিন ছিল বাংলা পরীক্ষা। আর প্রথম দিনেই ঘটল অঘটন। পরীক্ষা শুরুর আধঘণ্টার মধ্যেই প্রশ্নপত্র হাতে হাতে ঘুরতে থাকে বলে অভিযোগ।

 মালদহ জেলার একটি ব্লক থেকে প্রশ্নপত্রটি হোয়াটসঅ্যাপে এসেছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হল, ওই এলাকা রাজ্যের ৪৩টি ব্লকের একটি যেখানে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকার কথা ছিল। অর্থাৎ শুধু পর্ষদ নয়, প্রশাসনও যে গোপনীয়তা রক্ষায় ব্যর্থ হয়েছে, তা বলাই যায়। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় এ বিষয়ে সংবাদমাধ্যমে মুখ খুলতে চাননি। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, একটা চক্র রয়েছে যারা সরকারকে কালিমালিপ্ত করতে চায়। দোষীদের খুঁজে বের করে কঠোর শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

Find Out More:

Related Articles: