উত্তরবঙ্গ মেডিক্যালে বিধ্বংসী আগুন, এক রোগীর মৃত্যু

frame উত্তরবঙ্গ মেডিক্যালে বিধ্বংসী আগুন, এক রোগীর মৃত্যু

Paramanik Akash
শুক্রবার ভোড় সাড়ে পাঁচটা নাগাদ উত্তরবঙ্গ মেডিক্যালে আগুন লাগে। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে হাসপাতালের সিসিইউ বিভাগে। সূত্রের খবর অনুযায়ী ইসলামপুরের বাসিন্দা এক মহিলা সাবের খাতুনের মৃত্যু হয়েছে। সেখানে ভর্তি থাকা আরও নয় রোগী অন্য যায়গায় স্থানান্তরিত করা হয়েছে।
ধোঁয়া দেখতে পাওয়ার পরেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগীদের উদ্ধারের চেষ্টা শুরু হয়। সূত্রের খবর, সিসিইউ বিভাগ থেকে সাপোর্টিং সিস্টেম খুলে নিয়ে রোগীদের সরানোর কাজ শুরু হয়। জানা গিয়েছে, ইসলামপুরের রোগীনি সাবেরা খাতুনের সাপোর্টিং সিস্টেম খুলে নেওয়ার সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়।
যদিও সরকারি ভাবে মৃত্যুর প্রকৃত কারণ যানা জায়নি। আগুন লাগার সময় সিসিইউ ইউনিটে মোট ১০ জন রোগী ভর্তি ছিলেন বলে জানা গিয়েছে। বাকি ৯ জনের মধ্যে ৫ জনকে অন্য হাসপাতালে এবং ৪ জনকে ওই হাসপাতালেরই অন্য বিভাগে ভর্তি করা হয়।
আগুন লাগার খবর পেয়েই ঘটনাস্থলে যায় দমকল। প্রাথমিকভাবে অনুমান ভেন্টিলেটর থেকে আগুন লাগে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। পর্যটনমন্ত্রী গৌতম দেব জানান, কীভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হবে।


Find Out More:

Related Articles:

Unable to Load More