ফার্মেসি-তে বেশি দামে মাস্ক বিক্রি, ৩ কোটি‌ টাকা‌ জরিমানা মালিককে!

frame ফার্মেসি-তে বেশি দামে মাস্ক বিক্রি, ৩ কোটি‌ টাকা‌ জরিমানা মালিককে!

Akash Paramanik

প্রাণঘাতী করোনা ভাইরাসের জেরে আতঙ্ক ছড়িয়ে গোটা চিন সহ অন্যান্য দেশে। এই ভাইরাস বিস্তারের মাঝে বেশি দামে মাস্ক বিক্রি করায় চীনের রাজধানী বেইজিংয়ের একটি ওষুধের দোকানকে ৩ কোটি ৬৮ লাখ  টাকা জরিমানা করেছেন। বুধবার বেইজিং পৌর মার্কেট কর্তৃপক্ষ ওই ওষুধের দোকানের মালিককে জরিমানা করে।

এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভাইরাসের প্রাদুর্ভাবের বিস্তারের মাঝে অনলাইনে মাস্কের দাম ছয়গুণ বেশিতে বিক্রির অভিযোগে একটি ওষুধের দোকানের মালিককে ৩০ লাখ ইউয়ান জরিমানা করেছে বেইজিং পৌর মার্কেট কর্তৃপক্ষ। যা ভারতীয় মুদ্রায় ৩ কোটি ৬৮ লাখ  টাকা। এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, ভাইরাসের প্রাদুর্ভাবের বিস্তারের মাঝে অনলাইনে মাস্কের দাম ছয়গুণ বেশিতে ফার্মেসি-তে বেশি দামে মাস্ক বিক্রি, ৩ কোটি‌ টাকা‌ জরিমানা মালিককে!

Find Out More:

Related Articles:

Unable to Load More