দেশে করোনা পরিস্থিতিতে বিশেষ বোর্ড গঠন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে!
মরন ভাইরাস করোনার আতঙ্কে দিশেহারা গোটা বিশ্ব। এখনও পর্যন্ত সঠিক টিকা আবিষ্কার করতে পারেনি চিকিৎসকেরা। ইতিমধ্যেই গোটা দেশের বিভিন্ন স্থানে বিশেষ ইউনিট তৈরি করেছে। এছাড়াও দেশের ১৫০ জন আক্রান্তদের বিভিন্ন স্থানে রেখে চলছে চিকিৎসা
দেশের এই পরিস্থিতিতে করোনা রুখতে বিশেষ উদ্যোগ নিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের একটি দল গঠিত হল। ওই দলে বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক, জাহাজ এবং অসামরিক বিমান মন্ত্রকের সদস্যরা রয়েছেন। ওই দলই আগামী দিনে দেশে করোনা পরিস্থিতির দিকে নজর রাখবে। শুক্রবার রাজ্যসভায় হর্ষ বর্ধন জানান, চীন থেকে আসা আর কোনও বিদেশি যাত্রীর ভিসা কার্যকর থাকবে না। এর পাশাপাশি চীন থেকে ফেরত যাত্রীদের বিচ্ছিন্ন জায়গায় রাখা হবে বলেও তিনি জানিয়েছেন।