চিকিৎসা পরিষেবার মান অটুট রাখতে বরাদ্দ বাড়াল মমতার সরকার

frame চিকিৎসা পরিষেবার মান অটুট রাখতে বরাদ্দ বাড়াল মমতার সরকার

Akash Paramanik

গত আট বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যে সমস্ত ক্ষেত্রগুলিতে নজরকাড়া কাজ করেছে, তার মধ্যে অন্যতম সরকারি হাসপাতালের পরিষেবা৷ আগামিদিনেও যে সেই কাজে কোনও বিরতি ঘটবে না, তা আরও একবার স্পষ্ট হয়ে গেল৷
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভায় পেশ করা হয়েছে ২০২০-২১ আর্থিক বছরের বাজেট৷ ওই অর্থবর্ষে স্বাস্থ্যক্ষেত্রে বাজেট বরাদ্দ বাড়ানো হল মমতার সরকারের তরফে৷ রাজ্যের অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় জানান, এবার স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়ানো হল ১৫০০ কোটি টাকা৷
আরও পড়ুন: মমতার ‘সোনার বাংলা’য় শেষ অমিতের বাজেট ভাষণ
চলতি ২০১৯-২০ আর্থিক বছরে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রের জন্য ৯,৫৫৭ কোটি বরাদ্দ করা হয়েছিল৷ গতবারের বাজেট ভাষণে সেকথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী৷ এবার তিনি জানালেন, ওই বরাদ্দ বেড়ে হল ১১১০২ কোটি টাকা৷
প্রসঙ্গত, বাম জমানার শেষদিকে রাজ্যের সরকারি হাসপাতালগুলির দশা বেহাল হয়ে গিয়েছিল৷ গরিব মানুষেরা সেখানে চিকিৎসার আশায় যেতেন বটে! তবে পরিষেবা একেবারেই নামমাত্র ছিল৷ তার উপর প্রতিটি হাসপাতালই অপরিচ্ছন্ন অবস্থায় থাকত৷
আরও পড়ুন: কোথায় গেল আচ্ছে দিন, মোদীকে প্রশ্ন অমিতের
এখনই সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে বিস্তর অভিযোগ রয়েছে৷ তা সত্ত্বেও সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে মেলে৷ পরিষেবার মানও আগের তুলনায় অনেক ভালো৷ এছাড়া এখন সরকারি হাসপাতালগুলি আগের তুলনায় অনেক স্বচ্ছ৷
একই সঙ্গে জেলায় জেলায় গড়ে উঠেছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল৷ তার জেরে প্রান্তিক মানুষ অনেক বেশি চিকিৎসা পরিষেবা পাচ্ছেন৷
আরও পড়ুন: বাংলার বাজেট: একনজরে দেখে নিন মমতার সরকারের গুরুত্বপূর্ণ ঘোষণাগুলি
আর এই কাজ করতে গিয়ে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ বাড়িয়েছেন বারেবারে৷ পরিসংখ্যান অনুযায়ী, ২০১১ সাল থেকে ২০১৯, পরপর ন’টি বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ বেড়েছে ১০ গুণ৷
বাম জমানার শেষে স্বাস্থ্যখাতে বাজেট বরাদ্দ ছিল ৯০০ কোটি টাকা৷ ২০২০ সালে সেই পরিমাণ বেড়ে দাঁড়াল ১১ হাজার কোটি টাকার বেশি৷ যা আগের তুলনায় প্রায় ১১ গুণ৷
আরও পড়ুন: বিধানসভায় বাজেট পেশ অর্থমন্ত্রীর অমিত মিত্রর

Find Out More:

Related Articles:

Unable to Load More