দেশে এবার বাড়ছে মাঙ্কি পক্সে (Monkeypox scare) আক্রান্তের সংখ্যা। এখনও পর্যন্ত ৯ জন আক্রান্তের খবর পাওয়া গিয়েছে, এদের মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। দিল্লিতেও এক মহিলা মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। এই প্রেক্ষাপটে মাঙ্কি পক্স সংক্রান্ত আগের নির্দেশিকাগুলি পুনর্বিবেচনা করার জন্য স্বাস্থ্য বিশেষজ্ঞদের নিয়ে একটি বৈঠক ডেকেছে কেন্দ্র। ভারতে এখন পর্যন্ত মাঙ্কিপক্সের নয়টি ঘটনা ঘটেছে যার মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বুধবার জাতীয় রাজধানীতে ৩১ বছর বয়সী এক মহিলা মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন। দেশে নারীদের মধ্যে এই রোগের প্রথম ঘটনা এটি। মোট নয়টি কেসের মধ্যে চারটি মামলা দিল্লির এবং বাকি পাঁচটি কেরালা থেকে রিপোর্ট করা হয়েছে।
মাঙ্কি পক্স (Monkey Pox) নিয়ে সতর্কতা জারি করল রাজ্য সরকার (West Bengal)। সরকারি নির্দেশিকায় জানানো হয়েছে, সমস্ত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও মেডিক্যল কলেজগুলিকে পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।
নির্দেশিকায় কী জানিয়েছে রাজ্য সরকার?
সব হাসপাতালের মাইক্রো বায়োলজি বিভাগকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্সার প্রয়োজন হলে আলাদা বেড রাখা হয়েছে।
স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে মাঙ্কি পক্সে আক্রান্তদের চিকিত্সায় আলাদা বেড প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ভবন।
প্রতিটি জেলার অন্তত একটি সরকারি হাসপাতালে মাঙ্কি পক্সের জন্য বেড রেখে দিতে হবে।
প্রতিটি মেডিক্যাল কলেজকে বেড রাখতে বলা হয়েছে।
সেইসঙ্গে নির্দেশিকায় বলা হয়েছে, মাঙ্কি পক্সে আক্রান্তের খোঁজ মিললে অবিলম্বে তা জানাতে হবে স্বাস্থ্য ভবনকে।