পাচারের সময় উদ্ধার করা হল ৫২৪ টি টিয়াপাখি । পাচারের অভিযোগে সেখ আক্তার ও বৈশাখী মহম্মদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Paramanik Akash
বর্ধমানে পাঁচশোরও বেশি টিয়া পাখি বাজেয়াপ্ত করল বনদপ্তর ও ক্রাইম কন্ট্রোল ব্যুরো। পাটনা থেকে বাসে করে পাচারের সময় উদ্ধার করা হল ৫২৪ টি টিয়াপাখি । পাচারের অভিযোগে সেখ আক্তার ও বৈশাখী মহম্মদ নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুরে। শনিবার গোপন সূত্রে খবর পেয়ে নবাবহাট বাসস্ট্যান্ড এলাকা থেকে পাটনার রওশন নগর থেকে আসা একটি বাস থেকে খাঁচাবন্দি অবস্থায় উদ্ধার করা হয় টিয়াপাখি গুলিকে। কোন কোন প্রজাতির টিয়াপাখি আছে তা খতিয়ে দেখছে বনদপ্তর। 
 এদিনই ধৃতদের বর্ধমান আদালতে তোলা হলে তাদের ১৪দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বর্ধমান জেলা বনাধিকারিক দেবাশীষ শর্মা জানিয়েছেন, আদালতের নির্দেশে তাঁরা উদ্ধার করা টিয়াপাখিগুলিকে খোলা আকাশে ছেড়ে দেবেন। তিনি জানিয়েছেন, ভারতীয় পশু আইন অনুসারে টিয়াপাখি পোষা অন্যায়। প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন, এই পাখিগুলিকে কলকাতায় নিয়ে যাবার পরিকল্পনা ছিল।


Find Out More:

Related Articles: