নিজের ফ্লাটেই খুন ইসরোর বিজ্ঞানী এস সুরেশ

Paramanik Akash
মঙ্গলবার হায়দরাবাদের আমিরপেট এলাকার অন্নপূর্ণা অ্যাপার্টমেন্টের বাসিন্দা ইসরোর বিজ্ঞানী এস সুরেশের(৫৬) মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আমিরপেটের ওই বহুতল আবাসনে একাই থাকতেন ইসরোর ন্যাশনাল সেনসিং সেন্টারের সঙ্গে যুক্ত এই বিজ্ঞানী। মঙ্গলবার অফিসে তাঁকে দেখতে না পেয়ে তাঁর মোবাইল নম্বরে ফোন করেন সহকর্মীরা। বারবার ফোন বেজে যাওয়ার পরেও কোনও উত্তর না পেয়ে তাঁরা সুরেশের স্ত্রী ইন্দিরার সঙ্গে যোগাযোগ করেন।
চেন্নাইনিবাসী ব্যাঙ্ককর্মী ইন্দিরাও সুরেশবাবুর সঙ্গে যোগাযোগ করতে না পেরে পুলিশে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ফ্ল্যাটের দরজা ভেঙে তাঁর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে ওই মৃতদেহ।
পুলিশ সূত্রে খবর, সুরেশের মাথার পিছনে ভারী বস্তু দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তকারীদের সন্দেহ, নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এক বা একাধিক দুস্কৃতী এই ফ্ল্যাটে পৌঁছেছিল। ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন সেরে পালায় তারা।এদিনের ঘটনা প্রকাশ্যে আসতেই হায়দরাবাদ পুলিশের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে পৌঁছন। ওই আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন তাঁরা। সুরেশের প্রতিবেশী ও নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদও করা হয়।


Find Out More:

Related Articles: