সম্প্রীতি ড্রোন হামলায় নিঃস্ব হয়েছে সৌদি আরবের দুটি তেল ভান্ডার। এর মধ্যে আবাকিক হল বিশ্বের সবথেকে বড় তেল শোধনাগার। এখান থেকে প্রায় ৭০ লক্ষ ব্যারেল পরিশোধিত তেল প্রতিদিন পুরো বিশ্বে ছড়ায়। এই হামলার শিকার হতে হল শুধু সৌদি আরব নয় পুরো বিশ্ব বাজারকে। সৌদি আরবে তেলের ভান্ডারে হামলার পর আঁচ পড়ছে পুরো বিশ্বে। তার প্রভাব পড়েছে ভারতেও বিগত কয়েক দিনে ধাপে ধাপে বাড়ছে জ্বালানি তেলের দাম।
সোমবার পেট্রোলের দাম বাড়লো ২৮ পয়সা কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ৭৬.৬০ টাকা ,অন্যদিকে ডিজেলের দাম বেড়েছে ২০ পয়সা। দাম বেড়ে ডিজেল বিক্রি হচ্ছে ৬৯.৩৫ টাকা দরে। গত ৭ দিনে পেট্রোলের দাম বেড়েছে ১.৮৮ টাকা অন্যদিকে ১.৫০ টাকা দাম বাড়ল ডিজেলের।পেট্রোল এই মুহূর্তে গত এক বছরের মধ্যে সব থেকে চড়া দামে বিক্রি হচ্ছে। গত কয়েক মাসের মধ্যে ডিজেলের দাম সবথেকে বেশি। ২০১৮সালের শেষের দিকে শেষবার পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া হয়ে গিয়েছিল রাজধানীতে প্রতি লিটার পেট্রোলের দাম পৌঁছে গিয়েছিল ৭৪টাকায়।