প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে প্লাস্টিকের ব্যবহার বন্ধ করার ডাক
দিয়েছেন। এরপরেই দেশ জুড়ে তৎপর প্রশাসন। তবে যে খোদ সরকারি অফিসেই খুল্লামখুল্লা প্লাস্টিক ব্যবহার। তাতেই সরগরম হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সরকারি অফিসেই প্লাস্টিকের ব্যবহার। সেই অপরাধে নিজের বিরুদ্ধেই জরিমানা করলেন ডিস্ট্রিক্ট কালেক্টর। আইএএস অফিসারের এই কাণ্ড অবাক করেছে সবাইকে।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের বিড় এলাকার।এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গেছে এক প্রশাসনিক ভবনে চলছিল প্রশাসনিক বৈঠক। বৈঠক চলাকালীন সেখানে উপস্থিত সবাইকে দেওয়া হয় প্লাস্টিকের কাপে চা।
এরপরেই এই ঘটনা প্রকাশিত হয় খবরে। প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রী দেশজুড়ে প্লাস্টিক নিষিদ্ধ করার কথা বলছেন সেখানে সরকারি অফিসে প্লাস্টিকের ব্যবহার হচ্ছে কীভাবে। কে সেখানে প্লাস্টিকের কাপে চা দেওয়ার অনুমতি দিয়েছেন তা নিয়েও শুরু হয় বিতর্ক। এরপরেই এগিয়ে আসেন ডিস্ট্রিক্ট কালেক্টর আস্তিক পাণ্ডে। তিনি জানান, সেখানকার পুরো দায়িত্ব তাঁর উপরেই ছিল। তাই কর্তব্যে অবহেলা তিনি করেছেন। এই বলে নিজের বিরুদ্ধে ৫ হাজার টাকার জরিমানা করেন তিনি। জরিমানা করেন নিজের দফতরের বিরুদ্ধেও।