কালীপুজোর আগে নাগাড়ে বৃষ্টি, কী বলছে আবহাওয়া দফতর ?

GHOSH ARPAN

এ যেন থামতেই চাইছে না। দুর্গাপুজোর আগে যেভাবে নাজেহাল করেছিল বৃষ্টি, এমনকী পুজোর দিনেও নাকানি চোবানি খাইয়েছিল। এবার সেভাবেই কালীপুজোর আগে চিন্তার ভাঁজ সবার কপালে। বাজি পোড়ানো থেকে ঠাকুর দেখা যেন সবই মাটি হওয়ার উপক্রম। নিম্নচাপের জেরেই এক নাগাড়ে বৃষ্টি হচ্ছে বলে আবহাওয়া অফিসের পূর্বাভাস। শুক্রবারও নাগাড়ে বৃষ্টি হবে বলেই জানা গিয়েছে। তবে আগামিকাল অর্থাত শনিবার থেকে বৃষ্টি কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর। কালীপুজোর সময় আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা যাচ্ছে আবহাওয়া দফতর সূত্রে খবর। আর এই বৃষ্টির দরুন তাপমাত্রার পারদ বেশ খানিকটা কমেছে। ফলে শীতের অনুভূতি এসে গিয়েছে।

 

হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ ক্রমশই ঝাড়খণ্ডের দিকে সরছে। তবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। এমনকী কয়েকটি জেলায় ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে জেলাগুলোতেও ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকেই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে বৃষ্টি না হওয়ারও সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ ক্রমশই ঝাড়খণ্ডের দিকে সরছে। তবে এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। এমনকী কয়েকটি জেলায় ভারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গে জেলাগুলোতেও ভারি বৃষ্টিপাত হতে পারে। তবে শনিবার থেকেই বৃষ্টি কমার সম্ভাবনা রয়েছে। কালীপুজোতে বৃষ্টি না হওয়ারও সম্ভাবনা রয়েছে।

 

Weather update rain will continue


Find Out More:

Related Articles: