অব্যাবস্থার অভিযোগে ঘেরাও রেশন ডিলার
রেশনে সামগ্রী কম দেওয়ার অভিযোগ তুলে ভাতারে এক রেশন ডিলারকে ঘেরাও করে রাখে স্থানীয়রা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে। একাংশের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্যের মদতেই ওই রেশন ডিলার উপভোক্তাদের খাদ্যসামগ্রী কম দিচ্ছিলেন। যদিও তৃণমূলের পঞ্চায়েত সদস্য কৃষ্ণচন্দ্র দত্ত অভিযোগ মানতে চাননি। খাদ্যসামগ্রী কম দেওয়ার কথাও মানেননি ভাতারের আমারুন ২ গ্রাম পঞ্চায়েতের কুবাজপুরের রেশন ডিলার সৈয়দ আনোয়ার। তাঁর কথায়, “আমরা নিজেরাই খাদ্যসামগ্রী কম পেয়েছি। সেই অনুপাতেই গ্রাহকদের মধ্যে বিলিবন্টন করা হয়েছে।’’
জেলা খাদ্য দফতর সূত্রে জানা যায়, কুবরাজপুরের ওই ঘটনা নিয়ে মহকুমা খাদ্য নিয়ামকের (বর্ধমান সদর) কাছে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট চক্রের খাদ্য পরিদর্শককে নির্দেশ দেওয়া হয়েছে। পরিদর্শক দয়ানন্দ গোস্বামী বলেন, “গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে রেশন বিলি দীর্ঘক্ষণ ব্যাহত হয়েছিল। পুলিশ গিয়ে সমস্যা মিটিয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে জেলা খাদ্য ভবনে রিপোর্ট করা হবে।’’
শনিবারই খণ্ডঘোষের আমরাল গ্রামে রেশনে খাদ্যসামগ্রী কম দেওয়ার অভিযোগে অরূপ রুদ্র নামে এক ডিলারকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে সাসপেন্ড করেন মহকুমা খাদ্য নিয়ামক (বর্ধমান সদর) স্বপন বিশ্বাস। তাঁর কথায়, “রেশন থেকে খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছে, এই অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ এ দিন ধৃত ডিলারকে বর্ধমান জেলা আদালতে তোলা হলে ১৪ দিন জেল হেফাজত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার থেকে রেশন দিতে শুরু করেছেন ভাতারের ওই ডিলার। প্রথম থেকেই সরকার নির্ধারিত পরিমাণের চেয়ে খাদ্যসামগ্রী কম দেওয়া হচ্ছে বলে অভিযোগ। রবিবার সকালে রেশন দেওয়া শুরু হওয়ার পরেও একই অভিযোগ ওঠে। গ্রামের বাসিন্দা তুহিন সাঁই, সিন্টু চট্টোপাধ্যায়, মধুসূদন রায়, রাজীব পালদের অভিযোগ, খাদ্যসামগ্রীর জোগান কম অজুহাত দিয়ে শনিবার থেকে চাল ও আটা কম দেওয়া হচ্ছে। কার্ড পিছু ৫০০ গ্রাম থেকে এক কেজি চাল কম দেওয়া হয়েছে। আবার আটার প্যাকেটও কম পেয়েছেন উপভোক্তারা। উপভোক্তাদের একটা বড় অংশের অভিযোগ, স্থানীয় পঞ্চায়েত সদস্য কৃষ্ণচন্দ্র দত্তের মদতেই রেশন ডিলার কম খাদ্যসামগ্রী দিচ্ছেন। এর পরেই ওই ডিলারকে প্রায় ঘণ্টা দুয়েক ঘেরাও করে রাখা হয়। খবর পেয়ে ভাতার থানার পুলিশ ঘটনাস্থলে যায়।