ঠাণ্ডা জলের উপকারিতা
১) ঠান্ডা জলে স্নান করা খুব দরকারী। এতে শরীরের প্রদাহ ঠিক থাকে, মানুষ যথেষ্ট কাজ করার এনার্জি পায়।
২) শরীরের ইমিউনিটি ভাল থাকে ঠাণ্ডা জলে স্নান করলে।
৩) ঠান্ডা জলে স্নান করলে কিন্তু অতিরিক্ত মেদ সহজেই কমে যায়। সবথেকে বড় কথা যাদের স্ট্রেচ মার্ক রয়েছে তাদের অবধারিত ঠান্ডা জলে স্নান করা দরকার।
৪) ঠান্ডা জল গায়ে পড়লে মানুষের সহ্যক্ষমতা বাড়ে। ব্যথা বেদনা সহ্য করার লক্ষণ দেখা যায়। এটি পেশী এবং গাট এর সংযোগস্থলে রক্ত সঞ্চালন কে সঠিক রাখে।
৫) ঠান্ডা জল মাথায় ঢাললে মানুষের সক্রিয় ভাব বাড়ে।
তবে যাঁদের ঠাণ্ডা জলে স্নান করলে অসুবিধা হয়, তাঁরা চিকিৎসকের পরামর্শ মেনে স্নান করবেন।