টলিউডে বকেয়া সমস্যা

frame টলিউডে বকেয়া সমস্যা

Biswas Riya

বেশ কিছুদিন ধরেই টলিউডে বকেয়া বাকি থাকা নিয়ে সমস্যা চলছেই।এই নিয়ে অনেক আলোচনা স্বত্বেও নিজেদের পাওনা টাকা পাননি টলিউডের কলাকুশলীরা।তাদের পক্ষে আর কাজ চালিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। কিন্তু সিনে ভিডিও অ্যান্ড স্টেজ সাপ্লায়ার ওয়েলফেয়ার অ্যাসোসিয়াশনের সদস্যরা কোনভাবেই ইন্ডাস্ট্রির কাজ বন্ধ হতে দিতে নারাজ।

সোমবার সাংবাদিক সম্মেলনে একথা স্পষ্ট করেন সাপ্লায়ার গিলড।তা স্বত্বেও প্রযোজক রানা সরকার ও আরও কিছু প্রযোজক দিনের পর দিন টাকা মেটাচ্ছেন না, এর ফলে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে কলাকুশলীরা সমস্যায় পড়ছেন।রানা সরকারের কাছে পাওনা টাকার পরিমাণ দু কোটিরও বেশি। সাপ্লায়ার গিলডের দাবি ছিল যে রানা সরকারের কাছে বকেয়া টাকার এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা কমপক্ষে মিটিয়ে দেওয়ার জন্য।কিন্তু রানার সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।তখন তাঁরা চ্যানেলের কাছে আবেদন জানান।

জানা যায় বুধবার চ্যানেল কর্ত্রীপক্ষের সঙ্গে গিলডের মিটিং হয় এবং বকেয়া টাকার পঞ্চাশ শতাংশ মেটানোর প্রতিশ্রুতিও পাওয়া গেছে।পরবর্তী পদক্ষেপের সিদ্ধান্ত সংগঠনের নিজস্ব মিটিংএ নেওয়া হবে।তবে শুধুমাত্র প্রতিশ্রুতিতে তো আর পেট ভরে না।প্রতিশ্রুতি কতদূর কাজে এল সেটাও দেখার বিষয়।বকেয়া টাকা না পেলে কলাকুশলীরা কতদিন সুষ্ঠুভাবে কাজ চালিয়ে যেতে পারবেন সে প্রশ্ন থেকেই যাচ্ছে।


Find Out More:

Related Articles: