ইমতিয়াজ আলিকে সম্মান জানাল পর্তুগিজ, কেন জানেন ?

GHOSH ARPAN
বলিউডে অন্যতম পরিচালকদের মধ্যে ইমিতিয়াজ আলি কমন নাম। ‘লাভ আজ কাল’ বেশ দাগ কেটেছে দর্শরকদের মনে। সেই কারণে ইমতিয়াজের পরবর্তী ছবি  'লভ আজ কাল ২'- বানাচ্ছেন। অবশ্য ওই ছবির শ্যুটিংও শেষ। 'লভ আজ কাল'-এর সিকুয়েল এটি। ছবিতে অভিনয় করছেন কার্তিক আরিয়ান ও সারা আলি খান।
না, আজকের আলোচনা একদম অন্য কারণে। তাঁর ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'জব হ্যারি মেট সেজল' ছবিটি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি।তবে এই ছবির জন্যই পরিচালক ইমতিয়াজ আলিকে 'টুরিস্টিক মেডেল অফ মেরিট' পুরস্কার দিল পর্তুগিজ সরকার। চলতি মাসের প্রথমেই এই সম্মান পান পরিচালক। পর্তুগালের অর্থমন্ত্রী ও পর্যটন সেক্রেটারি ইমতিয়াজের হাতে তুলে দেন এই সম্মান। 'জব হ্যারি মেট সেজল' ছবিতে পর্তুগালকে তুলে ধরার জন্যই সেদেশের সরকার পরিচালকের হাতে তুলে দিয়েছে এই সম্মান। লিসবন, সিন্ত্রা সহ বেশ কয়েকটি শহরে ছবির শ্যুটিং হয়েছে 'জব হ্যারি মেট সেজল' ছবির। পর্তুগালে বসবাসকারী ভারতীয়দের পাশাপাশি ভারতীয় অ্যাম্বাসাডরও উপস্থিত ছিলেন সম্মান প্রদান অনুষ্ঠানে।


Find Out More:

Related Articles: