![হলিউডে লাইভ পারফরম্যান্সের ছাড়পত্র পেল ‘ভি আনবিটেবল’](https://www.indiaherald.com/cdn-cgi/image/width=350/imagestore/images/movies/movies_latestnews/viral video v unbeatable dedicates americas got talent performance to friend-415x250.jpg)
হলিউডে লাইভ পারফরম্যান্সের ছাড়পত্র পেল ‘ভি আনবিটেবল’
‘ডান্স প্লাস’ খ্যাতমুম্বইয়ের ডান্স গ্রুপ ‘ভি আনবিটেবল’-কে এবার দেখা যাবে হলিউডের মঞ্চে। তাও লাইভ পারফরম্যান্স করতে। হ্যাঁ, আসলে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অ্যামেরিকা গট ট্যালেন্ট’-এর ১৪তম সেশনে তারা দর্শক, বিচারক সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। বিচারকদের কাছ থেকে আদায় করে নিল গোল্ডেন বাজ়ার বোনাস। যা তাদের সামনে হলিউডের মঞ্চে যাওয়ার দরজা খুলে দিল। ভি আনবিটেবল এদিন তাদের অবাক করা পারফরম্যান্সে সবার মন জিতে নেয়। বিচারকের আসনে থাকা প্রত্যেকে তাদের নাচের আলাদা আলাদা করে প্রশংসা করেন।
বিচারকের আসনে ছিলেন সিমন কয়েল, জুলিয়ান হগ, হোই ম্যান্ডেল ও গ্যাব্রিয়েল ইউনিয়ন এবং অতিথি বিচারক ছিলেন ডোয়েন ওয়াডে। ভি আনবিটেবল প্রতিটি নাচ মঞ্চস্থ করার সময় চোখ ধাঁধানো কিছু করে দেখায়। এদিনও তার অন্যথা হয়নি। রাম-লীলা সিনেমায় রণবীর সিংহের একটি গানে নাচে ভি আনবিটেবল।
‘ডান্স প্লাস’ খ্যাতমুম্বইয়ের ডান্স গ্রুপ ‘ভি আনবিটেবল’-কে এবার দেখা যাবে হলিউডের মঞ্চে। তাও লাইভ পারফরম্যান্স করতে। হ্যাঁ, আসলে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ‘অ্যামেরিকা গট ট্যালেন্ট’-এর ১৪তম সেশনে তারা দর্শক, বিচারক সকলের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। বিচারকদের কাছ থেকে আদায় করে নিল গোল্ডেন বাজ়ার বোনাস। যা তাদের সামনে হলিউডের মঞ্চে যাওয়ার দরজা খুলে দিল। ভি আনবিটেবল এদিন তাদের অবাক করা পারফরম্যান্সে সবার মন জিতে নেয়। বিচারকের আসনে থাকা প্রত্যেকে তাদের নাচের আলাদা আলাদা করে প্রশংসা করেন।