অন্ত:সত্ত্বা প্রশ্নে মুখ খুললেন বিরাট ঘরণী

frame অন্ত:সত্ত্বা প্রশ্নে মুখ খুললেন বিরাট ঘরণী

GHOSH ARPAN

বিরাট বনাম রোহিত নিয়ে এমনিতেই সরগরম এবং সেই সঙ্গে বিতর্ক চলছেই। তারই মাঝে অনুষ্কাকে নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। বিরাট ঘরণী কি অন্ত:সত্ত্বা ? এই প্রশ্নের এবং স্বয়ং উত্তর দিলেন অনুষ্কা শর্মা। তবে অনুষ্কা শর্মাকে শেষ বারের মতো সিনেমার পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানের ‘জিরো’তে। বক্স অফিসে ‘জিরো’ তেমন দাগ কাটতে পারেনি। এরপর আর কোনও সিনেমায় অনুষ্কা সই-ও করেননি বলেই জানা গিয়েছে। ফলে তাঁর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনার পালে আরও হাওয়া লাগে।

সম্প্রতি এ প্রসঙ্গে মুখ খুলেছেন খোদ অনুষ্কা। একটি সাক্ষাৎকারে এ বিষয়ে প্রশ্ন করা হলে চরম বিরক্তির সুরেঅনুষ্কাকে বলতে শোনা যায়, “হ্যাঁ, আপনি যদি বিবাহিত হন তা হলে লোকে জিজ্ঞাসা করবেই আপনি অন্তঃসত্ত্বা কি না! যেটা হয়নি সেটা পড়তে মানুষ সত্যি ভালবাসে। মানুষের উচিত তারকাদেরও স্বাধীন ভাবে বাঁচতে দেওয়া।” এখানেই শেষ নয়, অনুষ্কা আরও বলেন, “যখন কোনও অভিনেত্রী বিয়ে করে, তার পরই প্রশ্ন উঠতে শুরু করে, সে অন্তঃসত্ত্বা কি না? একই ভাবে যখন কেউ কারও সঙ্গে ডেট করে, তখন বলা হয় বিয়েটা কবে করবে! এটা খুবই বিশ্রী ব্যাপার। আমাদেরও স্বাধীন ভাবে বাঁচতে দিন। আমার সব থেকে বিরক্ত লাগে যখন এগুলো মানুষকে বারে বারে বোঝাতে হয়। এই ব্যাখ্যা ব্যাপারটা আমার একেবারেই পছন্দ নয়। আমার কী দরকার সবাইকে ব্যাখ্যা দেওয়ার!”


Find Out More:

Related Articles:

Unable to Load More