শ্রদ্ধা কাপুরের এই ড্রেসের দাম জানলে আপনি বলবেন...

frame শ্রদ্ধা কাপুরের এই ড্রেসের দাম জানলে আপনি বলবেন...

GHOSH ARPAN

সম্প্রতি শ্যুটিংয়ে চোট লেগেছিল বলিউড দিভা শ্রদ্ধা কাপুরের। সেই চোট কাটিয়ে উঠিয়েছেন তিনি। গতবছরের মতো এ বছরও যথেষ্ট ব্যস্ততায় কাটছে এই বলিউড অভিনেত্রীর। তাঁর আগামী ছবি এবিসিডি ২-র শ্যটিং সদ্য শেষ হয়েছে। আর তারপরই র‌্যাপ আপ পার্টিতে শ্রদ্ধাকে দেখা যায়। সেখানে শ্রদ্ধা কাপুরকে দেখা গেল কালো রঙের অফ শোল্ডার ড্রেসে। নেকলাইনের সেই ড্রেসে দারুণ দেখাচ্ছিল শ্রদ্ধাকে। তাঁর সেই ছবি পরে ভাইরালও হয় নেটদুনিয়ায়। বিখ্যাত ব্র্যান্ড ডলসি অ্যান্ড গাবান্না থেকে ড্রেসটি কিনেছেন তিনি। দাম কত জানেন? মাত্র ২ লক্ষ ৪৩ হাজার ৫০৭ টাকা।  

 

অন্যদিকে, বিদ্যা বালান মানেই চমক। তিনি যখন যে চরিত্রে অভিনয় করেন সেই চরিত্র এক অন্য মাত্রা পায়। সে কাহানি হোক বা মুন্না ভাই। আবার সিল্কের মতো চরিত্র হোক বা রেডিও জকি। গল্প যেন তাঁকে ভেবেই লেখা হয় এমন সাবলীল অভিনয় তাঁর। আবার কাহানি সিনেমা থেকে তিনি আবার বাঙালির খুব পছন্দের জায়গায় রয়েছেন। বাঙালি পরিচালকদের সঙ্গে কাজ করে বাংলাও যে তিনি বেশ কিছু শিখেছেন সে কথা বলতে শোনা গিয়েছে তাঁকে। কিছুদিন আগে তিনি বেগমযান-এও অভিনয় করেছেন যা কি না সৃজিত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবির আদলে তৈরি। তিনি সুপার স্টার। আবার তিনি কাপুর পরিবারের বধুও। তাহলে কি এবার মা হতে চলেছেন বিদ্যা ? এ জল্পনা এখনকার নয়, বহুদিনের। কিন্তু যতবারই এরকম জল্পনা হয়েছে ততবারই বাউন্ডারির বাইরে জল্পনাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন। তবে এবারের জল্পনা সত্যি কি না তা এখনও জানা যায়নি। এ বিষয়ে বিদ্যা বা কাপুর পরিবারের পক্ষ থেকে কিছুই জানানো হয়নি।

 


Find Out More:

Related Articles:

Unable to Load More