সলমনকে জবাব দীপিকার, বললেন...

frame সলমনকে জবাব দীপিকার, বললেন...

GHOSH ARPAN

ক্যারিয়ারের শুরু থেকেই দীপিকা পাড়ুকোন যে শাহরুখ খান ক্যাম্পের ঘনিষ্ঠ এ কথা সর্বজন বিদিত। কিন্তু সলমন-শাহরুখের সমস্যা মিটলেও সলমন-দীপিকার যে ঠাণ্ডা লড়াই জারি আছে তা আরও একবার স্পষ্ট হলো। কয়েকদিন আগই ডিপ্রেশন নিয়ে সল্লু বলেছিলেন, ডিপ্রেশড হয়ে নষ্ট করার মতো সময় তার নেই। এ প্রসঙ্গেই নাম না করে দীপিকা তাঁকে ঠুকেছেন এই বলে, ‘‘অনেকে দুঃখের সঙ্গে ডিপ্রেশনকে গুলিয়ে ফেলেন। কিছু দিন আগে এক পুরুষ তারকা বলেছিলেন, ডিপ্রেসড হওয়ার মতো লাক্সারি তার নেই। যেন আমি বা আমার মতো অন্যেরা ইচ্ছে করে ডিপ্রেসড হয়েছি,’’। আসলে দীপিকা যে ডিপ্রেশনের শিকার হয়েছিলেন এ কথা তিনি কোনও দিন লুকোননি। তিনি বরং সবাইকে এ বিষয়ে সর্তকও করেছিলেন। তবে সলমননের এই মন্তব্য ঠিক ভাবে নেনি দীপিকা। সেই কারণেই এই উত্তর বলে নেটিজেনদের মত।

 

অন্যদিকে, কয়েক বছর আগেই রূপা গঙ্গোপধ্যায়, লকেট চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা বিজেপিতে যোগ দিয়েছেন। প্রথম জন রাজ্যসভার সাংসদ এবং দ্বিতীয় জন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে জিতে সংসদে পা দিয়েছেন। যদিও লকেটের রাজনীতিতে আসা তৃণমূল কংগ্রেসের হয়ে, পরে দল পরিবর্তন করে এখন তিনি বিজেপির সাংসদ। শুধু তাই নয়, যতদিন যাচ্ছে বিজেপিতে নাম লেখানোর তালিকা কিন্তু দীর্ঘতর হচ্ছে। যার ফলে তৃণমূল যে সেলিব্রিটি কালচার চালু করেছে তার সঙ্গে পাল্লা দিচ্ছে বঙ্গ বিজেপি এ বিষয়ে কেনও সন্দেহ নেই। তবে এতো গেল টলিউডের কথা। কিন্তু বলিউডেও এখন গেরুয়া রং লেগেছে। কেউ যোগ দিচ্ছেন সরাসরি আবার কেউ বাইরে থেকেই সেই আঁচ নিচ্ছেন। মোদী সরকার দ্বিতীয় বার যে সংখ্যা গরিষ্ঠতায় ক্ষমতায় এলো তার ফলে সেই সংখ্যা ক্রমেই বাড়ছে। ভোটের আগে দেখা গিয়েছিল অক্ষয় কুমারের মতো তারকা নরেন্দ্র মোদীর ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে রাজনীতি বাদ দিয়ে সব প্রশ্নই ছিল। শুধু মিস্টার খিলাড়িই নন, আমির খান, রণবীর সিংয়ের মতো তারকারাও গেরুয়া হাওয়া গায়ে মাখছেন বলেই অনেকের মত। এমনকী কয়েকমাস আগে বলিউড স্টারদের সেলফি তোলা নিয়ে সরগরম হয়েছিল নেট দুনিয়া। সেই তালিকায় ছিলেন, করণ জোহর, একতা কাপুর, ভিকি কৌশল, রাজকুমার রাও, বরুণ ধাওয়ানের মতো তারকারা। তাঁরা সেলফি তুলেছিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। যা নিয়ে উত্তাল হয়েছিল সোশ্যাল মিডিয়া।


Find Out More:

Related Articles:

Unable to Load More