সুমনের নতুন ওয়েব সিরিজে তিন নারীর ডার্ক থ্রিলার

frame সুমনের নতুন ওয়েব সিরিজে তিন নারীর ডার্ক থ্রিলার

GHOSH ARPAN

অদ্ভুদভাবে ক্রমেই ভৌতিক এবং সুপারন্যাচরাল ছবির সংখ্যা বাড়ছে টলিউড এবং বলিউডে। সেই সংখ্যাটা অনেকটাই বেশি ওয়েব সিরিজগুলিতে। নেটফ্লিক্স সহ অন্যান্য বেশ কয়েকটি ওয়েব প্ল্যাটফর্মে সেই ধারা দেকা যাচ্ছে। এবার সেই ধারারই একটি হিন্দি ওয়েব সিরিজ দর্শকদের উপহার দিতে চলেছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। নব্বই দশকে মহারাষ্ট্রে এক মা ও তাঁর দুই মেয়ে একে একে ১৩টি শিশুকে অপহরণ করে। যার মধ্যে ৯টি শিশুকে তারা নৃশংস ভাবে খুন করে। যা সেই সময় হইচই ফেলে দিয়েছিল। সেই বাস্তব ঘটনাকেই কেন্দ্র করে একটি সাইকোলজিক্যল থ্রিলার এবার ওয়েব প্ল্যাটফর্মে ক্যামেরাবন্দি করতে চলেছেন পরিচালক। অভিনয়ে রয়েছেন, মাহি গিল, রাগিনী খান্না এবং সায়নী গুপ্ত। ছোটদের হিন্দি ছড়ার প্রথম দু’টি শব্দবন্ধ ছবির নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। নিমিশা মিশ্রের লেখা চিত্রনাট্যে এমন অনেক মুহূর্ত রয়েছে, যা শিল্পীদের পক্ষেও কষ্টসাধ্য ছিল। সেটে শ্যুট করতে গিয়ে রাগিনী বেশ কয়েকবার ব্রেক ডাউন হয়েছিলেন বলেই খবর। একেবারে না চেনা লুকে দেখা যাবে এই তিন অভিনেত্রী। সুমন মুখোপাধ্যায়ের এই নতুন ওয়েব ছবির নাম – ‘পোশম পা’।

 

অন্যদিকে, ‘২২ শে শ্রাবণ’-এর স্পিন-অফ করতে চলেছেন পরিচালক সৃজিত মুখার্জি। নাম – দ্বিতীয় পুরুষ। যেহেতু স্পিন অফ তাই পুরনো চরিত্র কিছু থাকবেই। সেই সঙ্গে নতুন চরিত্রের আর্বিভাব ঘটবে। তবে ২২ শে শ্রাবণের থেকে বেশি মাত্রায় রহস্য থাকবে বলেই পরিচাল সৃজিত মুখার্জি জানিয়েছেন। আগামী বছরের জানুয়ারিতে এই ছবি মুক্তি পাবে বলে জানিয়েছেন তিনি। এই ছবিতে আগের মতোই পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাইমা সেনকে দেখা যাবে।


Find Out More:

Related Articles:

Unable to Load More